আন্তর্জাতিক ডেস্ক : সেনাবাহিনীর নয়া সেনাপ্রধান হিসেবে রি মিয়ং সু’র নাম ঘোষণা করল উত্তর কোরিয়া। প্রাক্তন সেনাপ্রধান রি ইয়ং জিলের মৃত্যুদণ্ড কার্যকরের কিছুদিন পর নয়া সেনাপ্রধানের নাম ঘোষণা করলেন কিম।
এর আগে কিমের নির্দেশে দেশটির বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাকে রাজনীতির দৃশ্যপট থেকে বিদায় করে দেয়া হলেও সাবেক সেনাপ্রধানের মৃত্যুদণ্ডের খবরটি এখনো সরকারিভাবে স্বীকার করা হয়নি। অবশ্য অনেক সিনিয়র কর্মকর্তাকে এর আগে লোকচক্ষুর অন্তরালে গিয়ে দীর্ঘসময় পর আবার রাজনৈতিক মঞ্চে আবির্ভূত হতে দেখা গেছে।
গত ১০ ফেব্রুয়ারি দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম জানিয়েছিল, দুর্নীতি ও ষড়যন্ত্রের অভিযোগ চলতি মাসের প্রথম দিকে জেনারেল রি’র মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সেনাবাহিনীর একটি মহড়া পরিদর্শনের সময় নেতা কিম জং-উনের সঙ্গে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল রি মিয়ং-সু।
২০১১ সালে পিতা কিম জং-ইলের মৃত্যুর পর উত্তর কোরিয়ার নেতার দায়িত্ব গ্রহণ করেন কিম জং-উন। তারপর থেকে এ পর্যন্ত তিনবার দেশটির সেনাপ্রধান বদল করা হলো। তার পিতা কিম জং-ইলের ১৭ বছরের শাসনামলে সেনাপ্রধানের পদে দুইবার রদবদল আনা হয়েছিল।
২০১১ সালে কিম জং উন ক্ষমতায় আসার পর রি মিয়ং সু হলেন দেশের চতুর্থ সেনাপ্রধান। গত কয়েকদিন আগেই বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, চলতি মাসের শুরুর দিকে জেনারেল রি ইয়ং জিলের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। কয়েকদিন সেনাপ্রধানের পদটি ফাঁকাই ছিল। সম্প্রতি উত্তর কোরিয়ার সেনাবাহিনীর সেনা প্রধানের প্রকাশ্যে ঘোষণা করলেন কিম উন জং।
২৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই