মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:২০:৪৬

জঙ্গি নেতা মাসুদ পুলিশ হেফাজতে : পাকিস্তান

জঙ্গি নেতা মাসুদ পুলিশ হেফাজতে : পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ প্রধান মাওলানা মাসুদ আজাহর সরকারের হেফাজতে আছেন বলে জানালেন নওয়াজ শরিফের বিদেশ বিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজ। এই প্রথম এই বিষয়ে মুখ খুললেন শরিফ সরকারের কোনো কর্মকর্তা।

এক সাক্ষাৎকারে আজিজ জানিয়েছেন, পঠানকোট হামলায় মূল অভিযুক্ত মাসুদ আজহার ১৪ জানুয়ারি থেকেই ‘সুরক্ষার জন্য হেফাজতে’ আছেন। জইশের আরো কয়েক জন সদস্যকেও একই ভাবে হেফাজতে রাখা হয়েছে। পঠানকোট হামলার কিছু দিন পরে পাকিস্তানের পঞ্জাবের আইনমন্ত্রী এই দাবি করেছিলেন। এ বার তা সমর্থন করল শরিফ সরকারও।

আজিজের বক্তব্য, ‘এদের বিরুদ্ধে প্রমাণ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।’ পঠানকোটে হামলাকারীদের সঙ্গে পাকিস্তানের কিছু মোবাইল নম্বর থেকে যোগাযোগ করা হয়েছিল বলে দাবি দিল্লির। পঠানকোট হামলার পরে তদন্তে সহযোগিতার আশ্বাস দেন নওয়াজ শরিফ। ফলে, সাক্ষ্যপ্রমাণ হিসেবে ওই মোবাইল নম্বরগুলি ইসলামাবাদকে দিয়েছে দিল্লি। আজিজ স্বীকার করেছেন, পাকিস্তানের পঞ্জাবের বাহাওয়ালপুরে জইশের সদর দফতরে ওই মোবাইল নম্বরগুলির মধ্যে একটির খোঁজ পাওয়া গিয়েছে। তার পরেই পঠানকোট নিয়ে এফআইআর করেছে পাক তদন্তকারী সংস্থা।

পঠানকোট হামলায় মূল অভিযুক্ত জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদের বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য বার বার দাবি জানিয়েছে ভারত। পঠানকোটের পরে তদন্তে সহযোগিতার আশ্বাসও দিয়েছেন শরিফ। দিল্লির পক্ষ থেকে সাক্ষ্যপ্রমাণ দেয়া হয়েছে ইসলামাবাদকে। কিন্তু শরিফ সরকার এখনো মাসুদ বা জইশের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারেনি বলেই দাবি ভারতের।

আজিজের বক্তব্যে বরং সিঁদুরে মেঘ দেখছে পররাষ্ট্র মন্ত্রনালয়। সাউথ ব্লক সূত্রের মতে, ‘সুরক্ষার জন্য হেফাজতে’ নেয়া মাসুদকে বাঁচানোরই নামান্তর। আর মাসুদদের বিরুদ্ধে এখনো পাকিস্তান সরকার প্রমাণ পায়নি বলে দাবি করেছেন আজিজ। অর্থাৎ দিল্লির দেয়া সাক্ষ্যপ্রমাণকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না ইসলামাবাদ।

পঠানকোট তদন্তের জন্য পাক তদন্তকারী দল মার্চে ভারতে আসতে পারে বলে জানিয়েছেন আজিজ। তার মতে, বিদেশসচিব পর্যায়ের বৈঠক কবে হবে তা ভারতকেই স্থির করতে হবে।
২৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে