আন্তর্জাতিক ডেস্ক : হোন্ডা নতুন স্কুটার আনল। সম্প্রতি বাজারে এসেছে ডিও ১১০ স্কুটারের নতুন ভার্সন। নতুন এই স্কুটারে বেশ কিছু আপডেট ফিচার যোগ হয়েছে। নতুন মডেলটি ওবিডি-২বি নির্গমন মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আবার প্রতিদ্বন্দীদের নাস্তানাবুদ করতে বিভিন্ন নতুন ফিচার সংযোজন করা হয়েছে। দুই ভ্যারিয়েন্টে এসেছে এই স্কুটি এসটিডি এবং ডিএলএক্স।
নতুন স্কুটারে কী কী ফিচার পাবেন?
নতুন Honda DiO 110 মডেলটি ওবিডি-২বি নির্গমন বিধি মেনে চলবে। শিগগিরই এই এমিশন স্ট্যান্ডার্ড ভারতে কার্যকর হবে। এতে রয়েছে একটি ১০৯.৫১ সিসি সিঙ্গেল-সিলিন্ডার পিজিএম-এফআই ইঞ্জিন। যা এখন নতুন নির্গমন মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই ইঞ্জিনটি ৭.৮ বিএইচপি শক্তি এবং ৯.০৩ এনএম টর্ক উৎপন্ন করে। স্কুটারটি একটি সিভিটি স্বয়ংক্রিয় গিয়ারবক্সের সঙ্গে যুক্ত এবং এতে ইডলিং স্টপ প্রযুক্তি যুক্ত করা হয়েছে, যা স্কুটারটির জ্বালানি দক্ষতা বাড়াতে সাহায্য করবে।
ডিও ১১০ মডেলে ৪.২ ইঞ্চি টিএফটি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল যোগ করা হয়েছে। এতে মাইলেজ ইন্ডিকেটর, ট্রিপ মিটার, ইকো ইন্ডিকেটর এবং ডিস্টেন্স-টু-এম্পটি রেঞ্জ ডিসপ্লের মতো সুবিধা উপস্থিত। স্কুটারটিতে একটি ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্টও বর্তমান, যা রাইডারদের জন্য অতিরিক্ত সুবিধা প্রদান করবে।
স্কুটারটির বাহ্যিক ডিজাইনে কোনও পরিবর্তন করা হয়নি। এটি এখনও আগের মতোই স্পোর্টি লুক বজায় রেখেছে। শীর্ষস্থানীয় ডিএলএক্স ভ্যারিয়েন্টে অ্যালয় হুইল দেওয়া হয়েছে। পাঁচটি রঙের অপশনে পাওয়া যাবে – ইম্পেরিয়াল রেড মেটালিক, পার্ল ইগনিয়াস ব্ল্যাক, পার্ল ইগনিয়াস ব্ল্যাক উইথ পার্ল ডিপ গ্রাউন্ড গ্রে, ম্যাট মার্ভেল ব্লু এবং ম্যাট অ্যাক্সিস গ্রে মেটালিক।