মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৬, ০৬:০৫:৫৯

অস্ত্র আমদানিতে শীর্ষে সৌদি আরব

অস্ত্র আমদানিতে শীর্ষে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে বেড়েছে অস্ত্র আমদানি নাটকীয়ভাবে বেড়ে গেছে। যা গত পাঁচ বছরের মধ্যে এ অঞ্চলে অস্ত্র আমদানির শীর্ষে রয়েছে সৌদি আরব।

সুইডেনের ‘দ্যা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট ২০১১ থেকে ২০১৫ সালের মধ্যে বিশ্বে অস্ত্র আমদানিতে সেরা পাঁচটি দেশের নাম প্রকাশ করেছে। এরমধ্যে ভারত, সৌদি আরব, চীন, সংযুক্ত আরব আমিরাত ও অস্ট্রেলিয়া।

এরমধ্যে ১৪ ভারত, ৮.৫ সৌদি আরব, ৪.৭৭ চীন, ৪.৬ আরব আমিরাত ও অস্টেলিয়ার অস্ত্র কেনার প্রবণতা বেড়েছে শতকরা ৩.৬ ভাগ।

গত পাঁচ বছরে (২০১১-১৫ সাল) সৌদির অস্ত্র আমদানির পরিমাণ এর আগের পাঁচ বছরের (২০০৬-১০ সাল) তুলনায় ২৭৫ ভাগ বেড়েছে। গত পাঁচ বছরে পুরো মধ্যপ্রাচ্যেই অস্ত্র আমদানি ৬১ ভাগ বেড়েছে। ওই একই সময়ে ইউরোপের দেশগুলোতে অস্ত্র আমদানির পরিমাণ হ্রাস পেয়েছে ৪১ ভাগ। রিয়াদ সবচেয়ে বেশি অস্ত্র কিনেছে যুক্তরাজ্যের কাছ থেকে।

সে দেশের অস্ত্র প্রস্তুতকারক কোম্পানিগুলো ২০১০ সালের পর  থেকে সৌদি আরবের কাছে ৫ দশমিক ৬ বিলিয়ন ইউরো মূল্যের অস্ত্র বিক্রি করেছে। এছাড়া গত এক বছর আগে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলা শুরু হওয়ার পর শতাধিক নতুন রপ্তানি লাইসেন্স অনুমোদন করেছে ব্রিটিশ সরকার।
২৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে