মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫, ১০:৫৭:৫০

বিভিন্ন নির্বাহী আদেশের ঝড় তুলেছেন ট্রাম্প, টিকটকের ব্যাপারে যে কারণে এই সিদ্ধান্ত

বিভিন্ন নির্বাহী আদেশের ঝড় তুলেছেন ট্রাম্প, টিকটকের ব্যাপারে যে কারণে এই সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এটি তার দ্বিতীয় মেয়াদ। শপথ নেওয়ার পর থেকেই বিভিন্ন নির্বাহী আদেশের ঝড় তুলেছেন তিনি। এরই অংশ হিসেবে তিনি যুক্তরাষ্ট্রে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের ওপর নিষেধাজ্ঞার আদেশ প্রত্যাহার করে নির্বাহী আদেশে সই করেন।

টিকটকের সাথে সম্পর্কিত আদেশে স্বাক্ষর করার ঠিক আগে ট্রাম্পকে একজন সাংবাদিক জিজ্ঞাসা করেন— কেন তিনি আগে টিকটকের বিপদ সম্পর্কে সতর্ক করেছিলেন এবং কেন তিনি এখন তার মত পরিবর্তন করেছেন।

এর উত্তরে ট্রাম্প বলেন, এটি "চুক্তির ওপর নির্ভর করে"। তিনি বলেন, তিনি যুক্তরাষ্ট্রে টিকটক চালানোর আদেশে স্বাক্ষর করতে পারেন বা নাও করতে পারেন। তবে তিনি যদি চুক্তিটি না করেন তাহলে টিকটক অ্যাপটি যুক্তরাষ্ট্রে "অর্থহীন" হয়ে পড়বে।

আর তিনি যদি চুক্তিটি করেন তবে এটি ট্রিলিয়ন ডলারের মূল্য তৈরি করবে যেখানে যৌথ উদ্যোগের মাধ্যমে যুক্তরাষ্ট্র এই অর্থের অর্ধেক পাবে। 

ট্রাম্প বলেন, মূলত এই চুক্তির জন্য টিকটক তার মূল্যের অর্ধেক যুক্তরাষ্ট্রকে প্রদান করবে। এরপর ট্রাম্প টিকটক চুক্তিতে স্বাক্ষর করেন, তবে এর বিষয়বস্তুর কোনো সুনির্দিষ্ট বিবরণ দেননি তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে