বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫, ০৬:১৬:৩০

এক চার্জে ৩০ ঘণ্টা গান শোনা যাবে এই ইয়ারবাডে

এক চার্জে ৩০ ঘণ্টা গান শোনা যাবে এই ইয়ারবাডে

এমটিনিউজ২৪ ডেস্ক : জনপ্রিয় স্মার্ট গ্যাজেট নির্মাতা সংস্থা রেডমি। স্মার্টফোনের পাশাপাশি একের পর এক স্মার্টওয়াচ এবং ইয়ারবাড আনছে বাজারে। রেডমি বাডস ৫এ এনেছে বাজারে। এই ইয়ারবাডসে রয়েছে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট। এছাড়াও রয়েছে ট্রান্সপারেন্সি মোড।

১২ মিলিমিটারের ডায়নামিক ড্রাইভার রয়েছে এই ইয়ারবাডসে। ২৫ ডেসিবেল পর্যন্ত অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট পাওয়া যাবে এই ইয়ারবাডসে। এছাড়াও রয়েছে ট্রান্সপারেন্সি মোডের সাপোর্ট, মিডিয়ার জন্য। আর রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার যুক্ত এনভায়রনমেন্টাল নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট ফোনকলের জন্য।

এই ওয়্যারলেস ইয়ারবাডসে রয়েছে টাচ কন্ট্রোল। শাওমি ইয়ারবাডস অ্যাপের মাধ্যমে এই টাচ কন্ট্রোল ফিচারের সুবিধা পাওয়া যাবে। গুগল ফাস্ট পেয়ার সাপোর্টও রয়েছে রেডমি বাডস ৫এ ইয়ারবাডসে। অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন মোড চালু না থাকলে ৩০ ঘণ্টা পর্যন্ত চলতে পারবে এই ইয়ারবাডস।

মাত্র ১০ মিনিটের চার্জে এই ইয়ারবাডস ৯০ মিনিট চলার মতো চার্জ হয়ে যাবে বলে দাবি করেছে সংস্থা। এটি একটি স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ পানির ঝাপটায় সহজে নষ্ট হবে না এই ইয়ারবাডস। বেজ ব্ল্যাক এবং টাইমলেস হোয়াইট-এই দুই রঙে পাওয়া যাবে ইয়ারবাডটি। ভারতে রেডমি বাডস ৫এ কেনা যাবে ১ হাজার ৪৯৯ রুপিতে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে