রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫, ১২:১২:১৭

অবশেষে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালুর ঘোষণা

অবশেষে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালুর ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালুর ঘোষণা দিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসেইন। এই পদক্ষেপের মাধ্যমে উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রোববার (২৬ জানুয়ারি) পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, হাইকমিশনার ইকবাল হুসেইন শনিবার পাকিস্তানের কাইবার-পাখতুনখাওয়া প্রদেশের পেশোয়ারে একটি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। সেখানে তিনি দুদেশের ঐতিহাসিক ও গভীর সম্পর্কের ওপর গুরুত্বারোপ করে বলেন, সরাসরি ফ্লাইট চালু হলে উভয় দেশের মধ্যে পর্যটন, শিক্ষা, বাণিজ্যসহ অন্যান্য খাতে সহযোগিতা বাড়বে।

ইকবাল হুসেইন আরও বলেন, এ ধরনের উদ্যোগ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ় করবে এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক যোগাযোগের ক্ষেত্রেও উন্নতি সাধিত হবে। তিনি বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটেও কিছু মন্তব্য করেন, বিশেষ করে মত প্রকাশের স্বাধীনতার প্রতি দেশের প্রতিশ্রুতি এবং সোশ্যাল মিডিয়ার তরুণদের অধিকারের প্রতি সচেতনতা বৃদ্ধিতে যে ভূমিকা রেখেছে, তা তুলে ধরেন।

পাকিস্তানে বাংলাদেশের পণ্যের চাহিদা এবং বাণিজ্যিক সহযোগিতার কথা উল্লেখ করে তিনি বলেন, চট্টগ্রাম ও করাচি শহরকে সংযুক্ত করা শিপিং রুটের মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্য চলমান রয়েছে। এছাড়া, হাইকমিশনার পাকিস্তানে বিনিয়োগের সুযোগের কথা বলেন, বিশেষ করে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে স্বাস্থ্যসেবা এবং শিল্প খাতে বিশাল সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে তার দেশের লক্ষ্য হলো অর্থনৈতিক উন্নয়ন, এবং পাকিস্তানের বিমানবাহিনীর প্রতিরক্ষা খাতে সক্ষমতার প্রশংসাও করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে