আন্তার্জাতিক ডেস্ক : ২১ জন যাত্রী নিয়ে নেপালে ‘দ্য টুইন ওটার’ নামে একটি বিমান নিখোঁজ হয়েছে। বুধবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির বিমান কর্তৃপক্ষ।
যোগেন্দ্র কুমার নামে এক কর্মকর্তা বলেছেন, বিমানটি ১৮ মিনিটের একটি ফ্লাইটের জন্য উড্ডয়ন করার পরপরই নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে। বিমানটির গন্তব্যস্থলে যাওয়ার আগে আর কোনো অবতরণের যাওয়া নেই।
বিমানটি কাঠমান্ডুর রিসোর্ট শহর পোখারা থেকে জমসনের দিকে যাচ্ছিল। জমসন পাবর্ত্য এলাকায় ট্রেকারদের ট্র্যাকিং শুরুর জায়গা।
২৪ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন