আন্তর্জাতিক ডেস্ক : ফিজিতে ভয়াবহ ঘূর্ণিঝড় উইনস্টোনের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৪২ এ দাঁড়িয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে ৮ হাজার ৫শ মানুষ বাড়ি-ঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য হয়েছে। ঘূর্ণিঝড়টি দক্ষিণ হেমিসফেয়ারে আঘাত হেনেছিল।
ওই বিপর্যয়ে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা ব্যাক্ত করেছে রেড ক্রস। গত সপ্তাহে আঘাত হানা ওই ঘূর্ণিঝড়ে বাতাসের বেগ ছিল ঘণ্টায় প্রায় ৩শ ২০ কিলোমিটার।
এই ঘূর্ণিঝড়কে সবচেয়ে খারাপ বিপর্যয় বলে উল্লেখ করেছে ফিজির আবহাওয়া দপ্তর। ফিজি সরকারের মুখপাত্র ডান গাভিদি বুধবার এক টুইট বার্তায় বলেছেন, বিপর্যয়ে ৪২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এছাড়া উদ্ধারকারী দলগুলোকে বিপর্যস্ত এলাকাগুলোতে পাঠানো হয়েছে। তারা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে উদ্ধারকর্মীদের বেশ কয়েকটি দলকে মোতায়েন করা হয়েছে।
২৪ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন