আন্তর্জাতিক ডেস্ক : কোনো রকম সশস্ত্র উস্কানি দেয়া হলে মার্কিন মূল ভূখণ্ডে হামলা করা হবে এবং হাজার গুণ বেশি প্রতিশোধ নেয়া হবে বলে যুক্তরাষ্ট্রের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে উত্তর কোরিয়া।
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার আসন্ন যৌথ সামরিক মহড়ার আগে ওই দেশ দুটিতে সামরিক হামলা চালানোরও হুমকি দিয়েছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার শক্তিশালী সুপ্রিম কমান্ড অফ দ্যা কোরিয়ান পিপলস আর্মি এক বিবৃতিতে এ হুঁশিয়ারি উচ্চারণ করেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বা কেসিএনএ।
মঙ্গলবার প্রচারিত ওই বিবৃতিতে বলা হয়, মার্কিন এবং দক্ষিণ কোরিয়ার বাহিনী তাদের দেশে হামলা চালাবে বলে সামান্য আভাস পাওয়া গেলে পিয়ংইয়ংয়ের সেনারা আগাম হামলা করবে। পিয়ংইয়ংয়ের হামলার প্রথম লক্ষ্য হবে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবন 'ব্লু হাউস'।
এরপর দ্বিতীয় পর্যায়ে তারা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় এলাকার মার্কিন ঘাঁটিগুলো ও যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানবে বলে বিবৃতিতে আরো উল্লেখ করা হয়েছে।
মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রচারিত এক বিবৃতিতে দেশের নাগরিকদের উত্তর কোরিয়ার হামলা থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দেয়া হয়েছিল। এর মাত্র একদিন আগে সোমবার সিউল সরকার উত্তর কোরিয়ার বেপোরোয়া উস্কানির উপযুক্ত জবাব দেয়া হবে ঘোষণা দেয়ার পরই এই হুমকি দিলো পিয়ংইয়ং।
২৪ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন