শনিবার, ০১ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:৫৭:০৩

জেল হতে পারে গুগলে যে ৪ জিনিস সার্চ করলেই!

জেল হতে পারে গুগলে যে ৪ জিনিস সার্চ করলেই!

আন্তর্জাতিক ডেস্ক : সব প্রশ্নের উত্তর রয়েছে গুগলের কাছে। রকেট সায়েন্স থেকে অতি সাধারণ কোনও বিষয়, একবার টাইপ করলেই কয়ের সেকেন্ডের মধ্যে উত্তর হাজির হবে সামনে।

সব প্রশ্নের উত্তর রয়েছে গুগলের কাছে। রকেট সায়েন্স থেকে অতি সাধারণ কোনও বিষয়, একবার টাইপ করলেই কয়ের সেকেন্ডের মধ্যে উত্তর হাজির হবে সামনে।

বিশ্বের সবথেকে বড় সার্চ ইঞ্জিন হল গুগল। ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে ৯২ শতাংশই গুগল ব্যবহার করেন।

তবে জানেন কী, এমন কিছু জিনিস রয়েছে, যা গুগলে সার্চ করলে আপনাকে জেলে যেতে হতে পারে।

কী সেই জিনিস?
আপনি যদি গুগলে বোমা তৈরির পদ্ধতি সার্চ করেন, তবে সোজা বাড়িতে হাজির হবে পুলিশ।

এছাড়া আপনি যদি গুগলে শিশুদের যৌনতার ছবি বা ভিডিয়ো সার্চ করেন, তবে জেলে যেতে হতে পারে। পাইরেটেড বা নকল সিনেমা সার্চ করলেও গ্রেফতার হতে পারেন।

গুগলে যদি কোনও ডিভাইস হ্যাকিং করার পদ্ধতি সার্চ করেন, তাহলেও জেলে যেতে হতে পারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে