বুধবার, ০৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:২৪:০৮

কীভাবে কল রেকর্ড করবেন হোয়াটসঅ্যাপে?

কীভাবে কল রেকর্ড করবেন হোয়াটসঅ্যাপে?

আন্তর্জাতিক ডেস্ক : মুঠোফোনে কল রেকর্ড করা অত্যন্ত সহজ হলেও হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করা একপ্রকার অসম্ভব। হোয়াটসঅ্যাপে কল রেকর্ডে কোনো অপশন নেই। সেজন্য কারণে গুরুত্বপূর্ণ কলগুলো সংরক্ষণ করা যায় না। তবে খুব সহজেই যে কেউ চাইলেই হোয়াটসঅ্যাপেও কল রেকর্ড করতে পারেন।

হোয়াটঅ্যাপে কল রেকর্ডের কোনো সেটিংস নেই। তবে আলাদা একটি পদ্ধতির মাধ্যমে কল রেকর্ড করতে হবে। অডিও বা ভিডিও কল দুটোই রেকর্ড করা যাবে।

কল রেকর্ডের জন্য প্রথমে হোয়াটসঅ্যাপ থেকে যার কথা রেকর্ড করা প্রয়োজন তাকে কল করতে হবে।

এরপর ফোনের কুইক সেটিংস থেকে স্ক্রিন রেকর্ডিং অন করে নিতে হবে। এটি অন করলেই শুরু হবে রেকর্ডিং। কথা শেষ হলে স্ক্রিন রেকর্ডিং অফ করে দিলেই গ্যালারিতে সেভ হয়ে থাকবে। যেকোনো সময় তা শোনা যাবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে