শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী, ২০২৫, ০৩:৩৮:১৫

তোপের মুখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

তোপের মুখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানোর সময় যাত্রাপথে ভারতীয় অবৈধ অভিবাসীদের হাতকড়া ও পায়ে শিকল পরিয়ে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিরোধীদের তোপের মুখে পড়েছে মোদি সরকার।

গেল বুধবার (৫ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র থেকে সামরিক পণ্যবাহী বিমানে ১০৪ জন অবৈধ ভারতীয় অভিবাসীকে দেশে ফেরত পাঠানো হয়। তাদের নামানো হয় অমৃতসর বিমানবন্দরে। তবে এই অভিবাসন প্রত্যাশীদের হাতকড়া আর পায়ে শিকল পরিয়ে বিমানে ওঠানোর ছবি গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় ভারতজুড়ে চলছে আলোচনা-সমালোচনার ঝড়।

হাত-পা বেঁধে বিমানে তোলার একটি ভিডিও সামাজিক মাধ্যম এক্সেও (সাবেক টুইটার) ছড়িয়ে পড়েছে। তবে ভিটিওটি’র সত্যতা নিশ্চিত করা যায়নি। অর্থাৎ, পায়ে শিকল দিয়ে যাদের বিমানে তুলতে দেখা গেছে তারা ভারতীয় কি না কিংবা সেটি কোন জায়গার ঘটনা সেটি যাচাই করা যায়নি। যদিও দেশে ফিরে গিয়ে নিজেদের ভয়ংকর অভিজ্ঞতার কথা গণমাধ্যমকে জানান ফেরত আসা অভিবাসীরা। 

তারা অভিযোগ করে বলেন, ‘আমাদের হাত-পা বেঁধে নেয়া হয়। এরপর আমরা মনে করি বন্দিশালায় নেয়া হচ্ছে। কিন্তু তারা আমাদের বিমানবন্দরে নিয়ে এসে বলে ভারতে পাঠিয়ে দেয়া হচ্ছে। দীর্ঘ ৪০ ঘণ্টার যাত্রা শেষে অমৃতসরে পৌঁছে খুলে দেয়া হয় (হাতকড়া ও শিকল)।’

এক ভুক্তভোগী বলেন, আমাদের হাতকড়া পরিয়ে ক্যাম্পে নেয়া হয়। যেটাকে তারা বন্দিশালা বলে থাকে। শিশু বাদে নারীসহ আমাদের সবার হাত-পা বেঁধে দেয়া হয়। আমাদের খাওয়া কিংবা ওয়াশরুমে যাওয়ার জন্যও তারা বাঁধন খোলেনি।

এমন ‘অমানবিক প্রত্যর্পণ’ নিয়ে আলোচনার জন্য ভারতের পার্লামেন্টের দুই কক্ষে বিরোধীরা দাবি জানালেও তা মানা হয়নি। প্রতিবাদে পার্লামেন্ট ভবন চত্বরে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ বিরোধী দলের সদস্যরা বিক্ষোভ করেন।

বিরোধীদের বিক্ষোভের মুখে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এই ইস্যুতে পার্লামেন্টে বিবৃতি দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বলেন, বিমানে সব সময়ই অভিবাসীদের নিয়ন্ত্রণে রাখতে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে রাখা হয়। 

তিনি আরও জানান, কেবল ভারতীয় নয়, যুক্তরাষ্ট্র থেকে নিজ দেশে ফেরত পাঠাতে অন্যদেরও এমন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। যদিও দেশে ফেরত পাঠানোর সময় ভারতীয় অভিবাসীদের সঙ্গে যেন দুর্ব্যবহার না করা হয় এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করা হচ্ছে বলে জানান জয়শঙ্কর। 

তবে এমন বিবৃতির পর বিরোধীদের তোপের মুখে পড়েন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। তাদের অভিযোগ, হাতকড়া ও বেড়ি পরানো ভারতীয়দের ফেরত পাঠানোর রীতির প্রতিবাদও করেনি ভারত। এছাড়া কলম্বিয়া সরকারের মতো ভারত কেন নিজস্ব বিমান পাঠাল না, সে প্রশ্নও করা হয়। অনেকে মনে করছেন, মোদির যুক্তরাষ্ট্র সফরের আগে এ নিয়ে বিতর্ক সৃষ্টি করতে চায় না ভারত সরকার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে