বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:৪৭:১২

নিজেদের বিয়ে বন্ধ করলেন ২৫ যুবতী

নিজেদের বিয়ে বন্ধ করলেন ২৫ যুবতী

আন্তর্জাতিক ডেস্ক : খরায় মহারাষ্ট্রে নিজেদের বিয়ে স্থগিত রাখার সিদ্ধান্ত নিলেন ২৫ যুবতী।  শুধুমাত্র পরিবারের মুখ চেয়ে কৃষক সন্তান যুবতীরা এমন কঠোর সিদ্ধান্ত নেন।

মহারাষ্ট্র টাইমসের বরাত দিয়ে এ খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

মহারাষ্ট্রে সবচেয়ে খরাপ্রবণ এলাকা মারাথওয়াড়া রিজিয়নের লাতুর, ওসমানাবাদ ও বীড়।  ঋণগ্রস্ত কৃষকরা বাধ্য হয়ে আত্মহননের পথে হাঁটছেন। পরিবারের প্রবীণ সদস্যদের চিকিত্‍‌সা, ছোট ছোট ছেলেমেয়েদের পড়াশোনার খরচ বা বিবাহযোগ্য মেয়ের বিয়ে ও পণের খরচ জোগানো তো দুরস্ত্, কোনোক্রমে পেটের খিদে মেটাতেই হিমশিম খেতে হচ্ছে।  মেয়ে বড় হওয়ার সঙ্গে সঙ্গেই মাথায় হাত পড়ছে কন্যাদায়গ্রস্ত বাবাদের।

এ অবস্থায় পরিবারের মুখ চেয়ে এ বছর বিয়ে না করার সিদ্ধান্ত নিলেন বীড় জেলার ওয়ারুল তান্ডা গ্রামে বাঞ্জারা সম্প্রদায়ের ২৫ যুবতী।  বিয়ের জন্য বাড়তি খরচ বহন করতে গিয়ে ফের ঋণ নেয়া বা আত্মঘাতী হওয়ার পথে যাতে তার বাবা-মাকে না পড়তে হয়, সেজন্যই তাদের এ পদক্ষেপ।

এই গ্রামের জনসংখ্যা ৩০০০।  বেশির ভাগ পুরুষ সদস্যই কাজের তাগিদে অন্যত্র চলে গেছেন।  শুধুমাত্র বাড়ির বৃদ্ধ ও তরুণ সদস্যরা পড়ে রয়েছেন।  এ অবস্থায় পরিবারের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়ে অন্যদের অনুপ্ররণা জোগালেন ২৫ যুবতী।
২৪ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে