বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৬, ১২:৩০:১০

যীশু ছিলেন হিন্দু ও শিবের ভক্ত : আরএসএস প্রতিষ্ঠাতা

যীশু ছিলেন হিন্দু ও শিবের ভক্ত : আরএসএস প্রতিষ্ঠাতা

আন্তর্জাতিক ডেস্ক : কবি গানে কৃষ্ণে আর খ্রিস্টে মিলিয়েছিলেন অনেক আগেই, তবে সেটা ভাবাবেগ। ভাবনা আর ভাবাবেগের আদর্শে দুই ধর্মাবলম্বী মানুষের মধ্যে যীশু পুজা আর কৃষ্ণের পুজা, আদপে যে এক ঈশ্বরেরই আরাধনা এমনটাই মনে করতেন  পর্তুগীজ কবি অ্যান্টনি ফিরিঙ্গি।

লোকমুখে চর্চাও হয়েছে এই দর্শন। অনেকে সহমত হয়েছেন, অনেকেই হননি। এবার সামনে এল এক বিস্ফোরক দাবি। কোনও দর্শন নয়। ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সহযোগী প্রতিষ্ঠাতা গণেশ দামোদর সাভারকার তার লেখা বইতে দাবি করেছেন যীশু খ্রিস্ট আসলে একজন তামিল হিন্দু ছিলেন। তিনি শিবের পূজা করতেন।

১৯৪৬ সালে প্রথম এই বইটি প্রকাশিত হয়েছিল। এবার মুম্বাই থেকে আবার নতুন সংস্করণ বার করা হয়েছে ওই বইটির। যীশুর পরিচয় নামক প্রবন্ধে ওই বইতে দাবি করা হয় যীশু বিশ্বকর্মা ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন।

বইটিতে লেখা, তার আসল নাম ছিল কেশাও কৃষ্ণ। যীশু তামিল ভাষায় কথা বলতেন। যীশুর গায়ের রং ছিল কৃষ্ণকায়। তার পোষাক পরিচ্ছদ ছিল ভারতীয়দের মতো।
২৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে