রবিবার, ০৯ ফেব্রুয়ারী, ২০২৫, ০৯:১৮:৫৭

এবার পাকিস্তানও বাতিল করল সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা

এবার পাকিস্তানও বাতিল করল সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা

আন্তর্জাতিক ডেস্ক : সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটাব্যবস্থা বাতিল করল পাকিস্তান। এই কোটার আওতায় দেশটিতে সরকারি চাকরিজীবীদের পরিবারের সদস্যদের স্বয়ংক্রিয়ভাবে চাকরি পাওয়ার ব্যবস্থা বাতিল ছিল।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, গত বছরের ১৮ অক্টোবর পাকিস্তানের সুপ্রিম কোর্ট এই ব্যবস্থাকে অসাংবিধানিক ও বৈষম্যমূলক বলে রায় দেন। এরপর সরকার এই ব্যবস্থা বাতিল করল।

প্রতিবেদনে বলা হয়, এই কোটাব্যবস্থায় মৃত সরকারি চাকরিজীবীর স্বামী বা স্ত্রী ও অবসরপ্রাপ্ত চাকরিজীবীর সন্তানরা উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়াই সরকারি চাকরি পেতেন।

প্রতিবেদনে আরও বলা হয়, রায়ের তারিখ থেকে কোটাব্যবস্থা বাতিলের সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে। তবে মৃত সরকারি চাকরিজীবীদের পরিবার প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সহায়তা এখনও পাচ্ছে। আর যেসব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন তাদের জন্য কোটা বহাল থাকবে।

সুপ্রিম কোর্টের রায়ের আগে ওই কোটার মাধ্যমে যারা সরকারি চাকরি পেয়েছে তাদের চাকরি বহাল থাকবে বলে জানিয়েছে পাকিস্তান সরকার। সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে