আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় বিমানবন্দরে পাকিং করা একটি প্লেনের ওপর আছড়ে পড়েছে আরেকটি মাঝারি আকারের প্রাইভেট প্লেন। এতে একজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরো চার জন। সোমবার (১০ ফেব্রুয়ারি) অ্যারিজোনার স্কটসডেল পৌর বিমানবন্দরে এ ঘটনা ঘটে। খবর নিউ ইয়র্ক পোস্টের।
স্কটসডেল ফায়ার বিভাগের মুখপাত্র ডেভ ফোলিও এক প্রেস কনফারেন্সে বলেন, কী কারণে বিমানটি রানওয়ে থেকে ছিটকে আরেকটির ওপর আছড়ে পড়েছে সে সম্পর্কে কিছু জানা যায়নি।
ফেডারেল এভিয়েশন প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে, কী কারণে সংঘর্ষের ঘটনা ঘটেছে তা খুঁজতে তদন্ত করা হচ্ছে। রানওয়েতে অবতরণের সময় লিয়ারজেড ৩৫এ বিমান ছিটকে গিয়ে গলফস্ট্রিম ২০০ জেট বিমানের ওপর আড়ছে পড়ে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোরটেশন সেফটি বোর্ড সাম্প্রতিক সপ্তাহে ঘটে যাওয়া তিনটি বিমান দুর্ঘটনার তদন্ত করছে। এর মধ্যে রয়েছে ওয়াশিংটনে ঘটে যাওয়া যাত্রীবাহী বিমানের সঙ্গে মার্কিন সামরিক হেলিকপ্টারের সংঘর্ষ। যাতে ৬৭ জন নিহত হয়। এছাড়া ফিলাডেলফিয়াতে বিমান দুর্ঘটনায় ৭ জন এবং আলাস্কাতে বিমান দুর্ঘটনায় আরও ১০ জন নিহত হয়।