আন্তর্জাতিক ডেস্ক : ইরানিদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খোমেনী। তিনি বলেছেন, পশ্চিমারা গত ৩৭টি বছর ধরে ষড়যন্ত্র করেও সফল হতে পারেনি। তারা নতুন করে ষড়যন্ত্র করছে। ইরানে প্রবেশের বিষয়ে শত্রুর ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকুন। শত্রুরা দেশে যে বিভক্তি সৃষ্টির চেষ্টা করছে সে সম্পর্কে জনগণকে সজাগ থাকতে হবে।
ইরানের মধ্যাঞ্চলীয় নাজাফাবাদ শহরে হাজারো মানুষের এক সমাবেশে খোমেনী বলেন, গত ৩৭ বছর কঠোর চাপ সৃষ্টি করেও শত্রুরা ইরানের জনগণকে ইসলামি সরকারের আনুগত্য থেকে দূরে সরাতে পারে নি। এ ক্ষেত্রে শত্রুদের ষড়যন্ত্র পুরোপুরি ব্যর্থ হয়েছে।
সর্বোচ্চ নেতা বলেন, শত্রুরা যখন দেখে ইসলামি বিপ্লব বিজয়ের ৩৭ বছর পর সব ধরনের চাপ, নিষেধাজ্ঞা ও অপপ্রচার সত্ত্বেও জনগণকে সরকার থেকে বিচ্ছিন্ন করা যায় নি তখন তারা বিপ্লবের মহিমা অনুধাবন করে।
খোমেনী বলেন, সরকারপন্থি ও সরকার-বিরোধী বলে ইরানের জনগণকে শত্রুরা ভুয়া দুই মেরুতে বিভক্ত করতে চাইছে। কিন্তু ইরানের জনগণ আসন্ন নির্বাচনে ব্যাপকভাবে অংশ নিয়ে শত্রুদের এসব ষড়যন্ত্রের জবাব দেবে। তিনি বলেন, ইরানের জনগণ চায় একটি ধার্মিক, প্রতিশ্রুতিশীল ও সাহসী জাতীয় সংসদ যা শত্রুদের কৌশলের কাছে প্রতারিত হবে না।
তিনি আরো বলেন, এমন সংসদ গঠিত হওয়া উচিত যে সংসদ জনগণের মর্যাদা, স্বাধীনতা রক্ষা করবে এবং ক্ষমতালোভীরা ইরানের দিকে হাত বাড়ালে তা কেটে দেবে।
২৫ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস