মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:৪৯:৪০

চাকরি পেয়ে ‘বেকার’ স্বামীকে ছাড়লেন স্ত্রী, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

চাকরি পেয়ে ‘বেকার’ স্বামীকে ছাড়লেন স্ত্রী, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

আন্তর্জাতিক ডেস্ক : রাজস্থানের কোটা থেকে উঠে এলো চাঞ্চল্যকর এক ঘটনা। স্ত্রীকে সরকারি চাকরি পাইয়ে দিতে ঘুষ দিয়েছিলেন এক যুবক। তবে তা পাওয়া মাত্রই ‘বেকার’ স্বামীকে ছেড়ে চলে যান স্ত্রী। আর তার বিচার দিতে পুলিশের কাছে অভিযোগ করেন ওই যুবক। আর তাতেই ফাঁস হয়ে যায় রেলের নিয়োগ পরীক্ষার বড়সড় দুর্নীতি।

মণীশ মীনা নামে ওই যুবক নিজে বেকার ছিলেন। তাই স্ত্রীর ভবিষ্যৎ গড়ে দিতে রেলের চাকরির পরীক্ষায় এক ভুয়ো পরীক্ষার্থী বসান। এজন্য তিনি চাষের জমি বন্ধক রেখে ১৫ লাখ টাকা দেন এক রেলকর্মী রাজেন্দ্রকে। সেই টাকার বিনিময়ে চাকরি পান তাঁর স্ত্রী আশা।

তবে আশা আশাহত করলেন তার স্বামীকে। রেলে চাকরি পাওয়ার পর থেকেই স্বামীকে অবহেলা করতে থাকেন আশা। অবশেষে ‘বেকার স্বামী’কে ছেড়ে চলে যান তিনি। আর্থিক ও মানসিকভাবে প্রতারিত হয়েছেন বলে পুলিশের দ্বারস্থ হন মণীশ।

মণীশের অভিযোগের পরই পুলিশ তদন্তে নামে। সন্দেহ করা হচ্ছে, কেবল আশাই নন, আরও অনেকে একই পদ্ধতিতে চাকরি পেয়েছেন। ইতোমধ্যে আশা এবং এক রেল গার্ডকে সাসপেন্ড করা হয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে