মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:৪৮:১১

তীব্র শীতে নাকাল সৌদি আরব, গাছপালার ওপরও বরফ জমছে!

তীব্র শীতে নাকাল সৌদি আরব, গাছপালার ওপরও বরফ জমছে!

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের উত্তর সীমান্তের তুরাইফ অঞ্চলে দেশটির ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ সোমবার গালফ নিউজ জানিয়েছে, ওই অঞ্চলে তাপমাত্রা মাইনাস দুই ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্রের সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, পুরো দেশজুড়ে চলমান শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। আবহাওয়াবিদেরা জানিয়েছেন, উত্তরাঞ্চলে বরফ জমার সম্ভাবনা রয়েছে এবং এই তীব্র ঠান্ডা দীর্ঘস্থায়ী হতে পারে।

জাতীয় আবহাওয়া কেন্দ্রের বিবৃতিতে বলা হয়েছে, তুরাইফে শক্তিশালী ঠান্ডা বায়ুমণ্ডলীয় প্রবাহ সক্রিয় রয়েছে। এর ফলে সর্বনিম্ন তাপমাত্রা আরও কমতে পারে, যা শূন্য থেকে মাইনাস তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে।

সৌদি আরবে এত তীব্র ঠান্ডা সাধারণত বিরল। তবে সোমবার সকালে গাছপালার ওপর বরফের কণা জমতে দেখা গেছে। তীব্র শৈত্যপ্রবাহের কবলে থাকা অঞ্চলগুলোর বাসিন্দাদের প্রতিকূল আবহাওয়ার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া কর্তৃপক্ষ সতর্ক করেছে যে, দেশের সবচেয়ে বড় পূর্ব প্রদেশের দক্ষিণ অংশে ঘন কুয়াশার কারণে ভোরের দিকে দৃশ্যমানতা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। সোর্স: গালফ নিউজ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে