বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:৩১:১১

স্পোর্টস বাইক আনল আমেরিকার বিখ্যাত মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান

স্পোর্টস বাইক আনল আমেরিকার বিখ্যাত মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার বিখ্যাত মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান হারলে ডেভিডসন স্পোর্টস বাইক আনল। যার মডেল ২০২৫ হারলে ডেভিডসন স্পোর্টসস্টার এস। নতুন প্রজন্মের বাইকটির মডেলে বেশ কিছু আপডেট দেওয়া হয়েছে। তবে সবচেয়ে বড় পরিবর্তনটি এসেছে সাসপেনশন সিস্টেমে।

হারলে ডেভিডসনের এই বিখ্যাত বাইকের সাসপেনশনটি আগের তুলনায় ৬০% বেশি ট্রাভেল যোগ করা হয়েছে। আবার রিয়ার হুইলের ট্রাভেল ৫০.৮ মিমি থেকে বাড়িয়ে ৮১.২ মিমি করা হয়েছে। রাইডিংয়ের আরাম এবং স্থিতিশীলতা বৃদ্ধির পাশাপাশি সিটের উচ্চতার সঙ্গে কোন আপোস করতে হবে না।

এই নতুন মডেলে শোওয়া পিগিগ্যাবেক রিজার্বার শক ব্যবহৃত হয়েছে, যা সম্পূর্ণভাবে হাইড্রোলিক প্রিলোড, কমপ্রেশন ও রিবাউন্ড ড্যাম্পিং নিয়ন্ত্রণে সামঞ্জস্যযোগ্য। এছাড়া, ৪৩ মিমি ফ্রন্ট ফর্কও পুনঃনির্মিত ও সমন্বয়যোগ্য করা হয়েছে, যাতে কমপ্রেশন, রিবাউন্ড ড্যাম্পিং ও স্প্রিং প্রিলোডের মাধ্যমে রাইডিং অভিজ্ঞতাকে উন্নত করা যায়।

ডিজাইনের দিক থেকে নতুন স্পোর্টস এস-এ কিছু ছোটখাটো পরিবর্তন আনা হয়েছে, যা এটিকে দেখতে নতুন এবং সতেজ করে তুলেছে। বিশেষভাবে, এই মডেলে নতুন দুইটি রঙের অপশন পরিচিতি পেয়েছে – লাল এবং নীল। পাশাপাশি, পূর্ববর্তী গ্রে ও ব্ল্যাক রঙের বিকল্পও বজায় রাখা হয়েছে। এতে রাইডারদের নিজের পছন্দের বাইক বেছে নিতে বিশেষ সুবিধা হবে।

নতুন মডেলেও রেভুলেশন ম্যাক্স ১২৫০টি ইঞ্জিন দেওয়া হয়েছে, যা থেকে সর্বোচ্চ ১২১ বিএইচপি শক্তি উৎপন্ন হবে। পূর্ববর্তী মডেলের মতই রয়েছে ছয়-গতির গিয়ারবক্স। অন্যান্য হার্ডওয়্যার বৈশিষ্ট্যের মধ্যে টিএফটি স্ক্রিন, সুইচগিয়ার ও অন্যান্য ছোটখাটো ফিচার রাখা হয়েছে। এগুলো ২০২৪ মডেলেও উপস্থিত ছিল।

প্রসঙ্গত, নতুন স্পোর্টসস্টার এস খুব আন্তর্জাতিক বাজারে বিক্রয়ের জন্য হাজির হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে