আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় প্রথমবারের মত আকাশ থেকে মানবিক সাহায্য ফেলেছে জাতিসংঘ। তবে সিরিয়ার অবরুদ্ধ অনেক জায়গাতেই সড়কপথে সাহায্য নিয়ে পৌঁছাতে পারছে না দাতা সংস্থাগুলো।
ইসলামিক স্টেট গোষ্ঠীর দ্বারা অবরুদ্ধ ডেইর আল-যোর শহরে নাগরিকদের উদ্দেশ্যে মোট একুশ টন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ফেলা হয় বলে সংস্থাটি জানাচ্ছে। ওই শহরে দুই লাখ মানুষের বসবাস।
জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী দেশটির অবরুদ্ধ নাগরিকদের পরিস্থিতি দিন দিন নিদারুণ আকার ধারণ করেছে। এর মধ্যে কয়েকটি জায়গায় সড়কপথে সাহায্য পাঠানো গেলেও ডেইল আল-যোরে কোনভাবেই পৌঁছানো যাচ্ছিল না।
অবশ্য সাহায্য প্রেরণের সবচাইতে কার্যকর পদ্ধতি হিসেবে জাতিসংঘ সড়কপথকেই প্রাধান্য দিয়ে থাকে। কিন্তু ডেইর আল-জোরে আকাশপথে এই সাহায্য পাঠানোর ঘটনার মাধ্যমে সংস্থাটির মরিয়া-ভাব প্রকাশ পাচ্ছে বলে উল্লেখ করছেন সংবাদদাতারা।
জাতিসংঘের হিসেবে, সিরিয়ার বিভিন্ন অবরুদ্ধ শহরে ৪ লাখ ৮০ হাজার মানুষ মানবেতর দিন কাটাচ্ছে। এছাড়া দেশটিতে আরও চল্লিশ লাখ মানুষ রয়েছে, যাদের কাছে সাহায্য নিয়ে পৌঁছানো রীতিমত কঠিন।
২৫ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস