বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:৩১:৪৮

ইলন মাস্কের কাঁধে বসে ছোট ছেলের খুনসুটি

ইলন মাস্কের কাঁধে বসে ছোট ছেলের খুনসুটি

এমটিনিউজ২৪ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং টেসলার প্রতিষ্ঠাতা ও ধনকুবের ইলন মাস্ককে হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রেখেছেন। সেইসময় ইলন মাস্কের সঙ্গে ছিলেন তার ছোট ছেলে। খবর ভয়েস অব আমেরিকার। 

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ওফাল অফিসে দাঁড়িয়ে বক্তব্য রাখছিলেন ইলন মাস্ক। তবে এসবের মাঝে লাইমলাইট একাই কেড়ে নেয় ইলন মাস্কের চার বছর বয়সী ছোট ছেলে এক্স।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও দেখা যায়, ইলন মাস্ক যখন সাংবাদিকদের কথা বলছিলেন তখন তার কাঁধে ছিল শিশুটি। কাঁধে বসেই বাবার সঙ্গে খুনসুটি করে এক্স। কখনো বাবার ক্যাপ তুলে নিতে চাচ্ছিল, আবার বাবার কানও ধরছিল। নেটিজেনরা এই দৃশ্য থেকে ইলন মাস্কের প্রশংসা করেছেন।  

এর আগে পাশে বসে থাকা ট্রাম্প বলেন, এক্স একজন চমৎকার শিশু। 

ভয়েস অব আমেরিকার প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার সহযোগী ও উপদেষ্টা মাস্ক সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাস্কের ডোজ (DOGE) প্রোগ্রামের মাধ্যমে ফেডারেল সরকারের বিভিন্ন প্রোগ্রাম এবং কর্মীদের কাটছাঁটের সমর্থনে তাদের বক্তব্য দেন। তারা দাবি করেন যে তারা তাদের প্রচেষ্টায় সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প ফেডারেল (সরকারী) কর্মী সংখ্যা হ্রাসের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সংস্থাগুলোকে ডোজের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন। 

তার নির্দেশ অনুসারে, ফেডারেল সংস্থাগুলোকে এমন কর্মচারীদের চিহ্নিত করতে হবে যারা ছাঁটাইয়ের জন্য উপযুক্ত এবং এমন কার্যক্রম চিহ্নিত করতে হবে, যা সম্পূর্ণরূপে বাতিল করা যেতে পারে।

সাংবাদিকদের সঙ্গে এই বিরল প্রশ্নোত্তর সেশনে মাস্ক বলেন, তিনি সরকারের ওপর 'দখল করার অভিযান' চালাচ্ছেন না, বরং ভোটারদের যে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল তা বাস্তবায়নের চেষ্টা করছেন। 

ওদিকে, ট্রাম্প আরও বলেছেন, তিনি আদালতের সিদ্ধান্ত মেনে চলবেন, যেহেতু বেশ কিছু ফেডারেল বিচারক তাদের প্রচেষ্টাকে চ্যালেঞ্জ করেছেন। তবে তিনি তার বিরুদ্ধে আপিল করবেন বলেও দাবি করেছেন। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে