শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:০৯:১৭

এবার বিশাল ছাড় Poco X7 Pro 5G এর এই সেরা ফোনে

এবার বিশাল ছাড় Poco X7 Pro 5G এর এই সেরা ফোনে

আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছরের জানুয়ারিতে বাজারে এসেছিল এবং মাত্র এক মাসের মধ্যেই Poco X7 Pro 5G ফোনটিতে বিশাল ছাড় দেওয়া হচ্ছে। এখনই কিনলে 3000 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন, তবে এই অফার কেবলমাত্র নির্দিষ্ট সময়ের জন্য। শক্তিশালী স্পেসিফিকেশন সহ এই ফোনটি কেনার সেরা সুযোগ এখনই!

HIGHLIGHTS :
লঞ্চ হয়েছিল চলতি বছরের জানুয়ারিতে।
ফোনটি 3000 টাকা ছাড়ে কেনা যাবে, তবে এটি সীমিত সময়ের জন্য।
ফোনটিতে রয়েছে 50MP ক্যামেরা ও 6550mAh ব্যাটারি।
ডিল ও অফার :

ভারতেX7 Pro 5G দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে।

8GB + 256GB মডেলের দাম: ₹27,999
12GB + 256GB মডেলের দাম: ₹29,999
Flipkart-এ 19 ফেব্রুয়ারি পর্যন্ত বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। এখানে 2000 টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাবে, যার ফলে দাম নেমে আসবে ₹25,999-এ।

এছাড়াও, Buy More Save More অফারের আওতায় অতিরিক্ত ₹1000 ছাড় মিলবে। অর্থাৎ মোট 3000 টাকা ডিসকাউন্ট পেয়ে ফোনটির দাম হবে:

8GB + 256GB: ₹24,999
12GB + 256GB: ₹26,999
স্পেসিফিকেশন ও ফিচার
ডিসপ্লে: 6.73-ইঞ্চি 1.5K ফ্ল্যাট AMOLED, 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পলিং রেট, 3200 নিট পিক ব্রাইটনেস।
প্রসেসর: MediaTek Dimensity 8400-Ultra।
ক্যামেরা: 50MP Sony LYT-600 প্রধান ক্যামেরা, আল্ট্রাওয়াইড লেন্স, 20MP সেলফি ক্যামেরা।
ব্যাটারি: 6550mAh, 90W ফাস্ট চার্জিং (0-100% মাত্র 47 মিনিটে)।

কেন এখনই কিনবেন?
Poco X7 Pro 5G-এর এই দারুণ অফার সীমিত সময়ের জন্য। যদি শক্তিশালী ব্যাটারি, দুর্দান্ত ক্যামেরা ও সেরা পারফরম্যান্সের ফোন চান, তাহলে এখনই এই ডিল মিস করবেন না!

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে