আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওয়াশিংটনে স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত এ বৈঠকে, ভারতের কাছে অত্যাধুনিক যুদ্ধবিমান বিক্রির প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ট্রাম্প ক্ষমতাগ্রহণের পর হোয়াইট হাউসে যাওয়া চতুর্থ বিশ্বনেতা নরেন্দ্র মোদি। যাকে ‘বন্ধু’ হিসেবে বর্ণনা করেছেন ট্রাম্প।
ট্রাম্প বলেন, তিনি মোদি এবং ভারতের সাথে একটি ‘বিশেষ বন্ধন’ খুঁজে পেয়েছেন। এসময় মজার সুরে, ভারতের প্রধানমন্ত্রীকে নিজের চেয়ে ‘অনেক কঠিন দরদস্তুরকারী’ হিসেবেও বর্ণনা করেন মার্কিন প্রেসিডেন্ট।
প্রতিবেদন মতে, চীনকে মোকাবিলায় ভারতকে ‘সমমনা স্বার্থের মূল অংশীদার’ হিসেবে দেখছে বর্তমান মার্কিন প্রশাসন। এবং ট্রাম্প ঘোষণা করেছেন, তার নতুন প্রশাসন মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যুদ্ধবিমান এফ-৩৫ বিক্রি করতে প্রস্তুত।
মোদির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, এই বছরের শুরু থেকে আমরা ভারতের কাছে বহু বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রি বাড়াব। আমরা শেষ পর্যন্ত ভারতকে এফ-৩৫ স্টিলথ ফাইটার সরবরাহ করার পথ প্রশস্ত করছি।
এদিকে, আগে ভারতীয় শুল্ক সম্পর্কে অভিযোগ করলেও ভারত-যুক্তরাষ্ট্র একটি বাণিজ্য চুক্তিতে একসাথে কাজ করবে বলে মোদির সঙ্গে সম্মত হয়েছেন ট্রাম্প।
এ বিষয়ে মোদি বলেছেন, ‘ভারতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার জন্য, আমরা তেল ও গ্যাসের বাণিজ্যে জোর দেব। খুব শিগগিরই একটি পারস্পরিক লাভজনক বাণিজ্য চুক্তি হবে বলে আশা করা যাচ্ছে।’