বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৬, ০১:৫১:৩২

ভারতে মুসলিম ছাত্রীদের স্কার্ফ পরা নিষিদ্ধ

ভারতে মুসলিম ছাত্রীদের স্কার্ফ পরা নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মনিপুর রাজ্যের একটি স্কুলে মুসলিম ছাত্রীদের স্কার্ফ পরা নিষিদ্ধ করা হয়েছে। ব্রাইটার একাডেমি নামে বেসরকারি স্কুল কর্তৃপক্ষ এই নিষেধাজ্ঞা জারি করেন।

এদিকে স্কুল কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে স্কুলের শিক্ষার্থীসহ মুসলিমদের বিভিন্ন সংগঠন। গত বুধবার এ বিষয়ে টিওআইর কাছে প্রতিক্রিয়া জানান অল মনিপুর মুসলিম গার্ল স্টুডেন্টস ইউনিয়নের (এএমএমজিএসইউ) প্রেসিডেন্ট রুকশার চৌধুরী।

তিনি টিওআইকে বলেন, ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। বহু মুসলিম নারীর জন্য মাথা ঢেকে রাখা একটি অবশ্যপালনীয় ধর্মীয় রীতি।

তিনি বলেন, চলতি শিক্ষাবর্ষে ভর্তি সম্পন্ন হওয়ার পর স্কুল কর্তৃপক্ষ নতুন ড্রেস কোড চালু করেছে। এ ধরনের কড়াকড়ি মুসলিম ছাত্রীদের মানসিক নির্যাতনের শামিল। এএমএমজিএসইউর প্রেসিডেন্ট বলেন, অনেক ছাত্রী মৌখিক প্রতিবাদ করেছে। কেউ কেউ স্কুলে আসা বন্ধ করে দিয়েছে।

এ বিষয়ে স্কুলের অধ্যক্ষ, শিক্ষামন্ত্রী ও ইমফল পশ্চিমাঞ্চলের উপকমিশনারকে স্মারকলিপি দেয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে জানিয়েছেন স্কুল অভিভাবকরা।
২৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে