রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:৪১:৩৯

প্রচণ্ড শব্দ করে বিস্ফোরিত, সমুদ্রে আছড়ে পড়ল বিমান!

প্রচণ্ড শব্দ করে বিস্ফোরিত, সমুদ্রে আছড়ে পড়ল বিমান!

আন্তর্জাতিক ডেস্ক : সমুদ্রে আছড়ে পড়ল আমেরিকার যুদ্ধবিমান! বুধবার সান দিয়েগো উপসাগরে আছড়ে পড়ে ইএ-১৮জি গ্রোলার যুদ্ধবিমানটি। সমুদ্রে আছড়ে পড়ার পরেই প্রচণ্ড শব্দ করে বিস্ফোরিত হয়। 

যদিও নিয়ন্ত্রণ হারিয়ে সমুদ্রের উপর আছড়ে প়ড়ার আগেই যুদ্ধবিমানের দুই চালক লাফ দিয়েছিলেন। পরে তাঁদের উদ্ধার করা হয়। সেই ভয়ঙ্কর ঘটনার ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিওটি।

ভাইরাল সেই ভিডিওতে দেখা গিয়েছে, সান দিয়েগো উপসাগরে আছড়ে পড়েছে মার্কিন নৌবাহিনীর ইএ-১৮জি গ্রোলার যুদ্ধবিমান। আছড়ে পড়ার কয়েক মুহূর্ত পরেই সেটি বিস্ফোরিত হয়। সেই ভিডিও প্রকাশ্যে এসেছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দৃশ্যমানতা কম হওয়ার কারণেই করোনাডোর কাছে অবতরণের চেষ্টা করার সময় যুদ্ধবিমানটি নিয়ন্ত্রণ হারায় বলে মনে করা হচ্ছে। দুই বিমানচালক জলে ছিটকে পড়ার পরেই কাছাকাছি থাকা কয়েক জন মৎস্যজীবী তাঁদের উদ্ধার করেন। স্থিতিশীল অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের। দুর্ঘটনার কারণ নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

ভাইরাল ভিডিওটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। সমাজমাধ্যমে লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভয়ঙ্কর সেই ভিডিও দেখে উদ্বেগও প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে