বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৬, ০২:৩১:৫২

আইএসকে বোমা তৈরির সরঞ্জাম যোগায় ভারত!

আইএসকে বোমা তৈরির সরঞ্জাম যোগায় ভারত!

আন্তর্জাতিক ডেস্ক : ইরাক-সিরিয়ার বিশাল এলাকা নিয়ন্ত্রণকারী জঙ্গি গোষ্ঠী আইএসকে বোমা তৈরির সরঞ্জাম যোগায় ভারত! দেশটির মোট ৭টি কোম্পানি থেকে বিস্ফোরক তৈরির নানা সরঞ্জাম পাঠানো হয় আইএসের কাছে। এমন দাবি উঠলে কি আরঅবাক না পারা যায়?

পৃথিবীজুড়ে আতঙ্ক ছড়ানোর এই জঙ্গিরা যে সব বিস্ফোরক ব্যবহার করে, সেই সব তৈরি করার মালমশলা কেবল, রাসায়নিক এবং অন্যান্য সরঞ্জাম যোগান দেয় পৃথিবীর ২০টি দেশ। এই তালিকায় নাম রয়েছে ভারতেরও।

ইউরোপিয়ান ইউনিয়নের একটি ম্যানডেট স্টাডিতে দেখা গিয়েছে তুরস্ক, ব্রাজিল এবং আমেরিকা থেকে মোট ৫১টি সংস্থা আইএসকে বিস্ফোরক তৈরি করার জন্যে ৭০০ বিভিন্ন রকমের সরঞ্জাম যোগান দিয়েছে। এই সব দিয়েই তৈরি হয়েছে আইএসের ইমপ্রোভাইজিড এক্সপ্লোসিভ ডিভাইস বা IEDs।

সমীক্ষায় দেখা গিয়েছে এই সাপ্লাই চেনে রয়েছে তুরস্কের মোট ১৩টি সংস্থা। বিস্ফোরক তৈরির জন্যে প্রয়োজন এই সব সরঞ্জাম পেতে বিশেষ কাঠখড় পোড়াতে হয় না আইসিস-কে। কমজোরি নজরদারির সুযোগ নিয়ে অতি সহজেই এই সব সরঞ্জাম পৌঁছে যায় আইসিস-এর হাতে।

ভারতের যে ৭টি সংস্থা আএসের সঙ্গে যুক্ত, তারা প্রধানত ডেটোনেটর, ডেটোনিটিং কর্ড এবং সেফটি ফিউজের যোগান দেয় আইএসকে। তবে সব থেকে আশ্চর্যজনক তথ্য হল, এই সবই ভারত থেকে লেবানন এবং তুর্কিতে রপ্তানি করা হয়েছে সম্পূর্ণ আইনিভাবেই। রপ্তানি সংক্রান্ত বিভিন্ন আইনি প্রক্রিয়া মেটানোর জন্যে ব্যবহার করা হয়েছে সরকারের ইস্যু করা লাইসেন্স।

তুরস্ক, ব্রাজিল, ভারত এবং আমেরিকা ছাড়াও এই তালিকায় নাম রয়েছে রোমানিয়া, নেদারল্যান্ডস, চীন, সুইত্‍‌জারল্যান্ড, অস্ট্রিয়া এবং চেক প্রজাতন্ত্রেরও। সূত্র: এই সময়
২৫ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে