সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:০৩:০৯

আর দরকার নেই মোবাইল ফোন! তবে কী আসতে চলেছে?

আর দরকার নেই মোবাইল ফোন! তবে কী আসতে চলেছে?

আন্তর্জাতিক ডেস্ক : আধুনিক যুগের সবথেকে বেশি দরকারি এবং প্রয়োজনীয় বস্তুর মধ্যে অন্যতম হল মোবাইল ফোন। একে ছাড়া জীবন একেবারে অচল। প্রতিদিনের সমস্ত কাজই মোবাইল ফোন ছাড়া করা যায় না। তবে এবার মার্ক জুকারবার্গের গলায় শোনা গেল অন্য একটি তথ্য। তিনি জানালেন আর দরকার নেই মোবাইল ফোন।

জুকারবার্গের মতে আগামী ১০ বছরের মধ্যে হারিয়ে যাবে মোবাইল ফোন। তার জায়গা নিয়ে নেবে স্মার্ট গ্লাস। মানুষের জীবন এতটা বেশি ডিজিটাল হয়ে যাবে যে সেখান থেকে মোবাইল ফোনকে জাদুঘরে রেখে দিয়ে আসতে হবে। এই প্রযুক্তি প্রতিটি মানুষের জীবনকে একেবারে বদলে দেবে।

হাতে ধরে যে কাজ করা হয় সেটি একেবারে মানুষের চোখের সামনে চলে আসবে। সেখান থেকে ডিজিটাল ভাবে এই গ্লাসকে পরিচালনা করতে হবে। ব্যস, তাহলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। মানুষের পকেটে নয়, চোখের সামনেই থাকবে সবকিছু। যা কিছু দরকার লাগবে শুধু চোখের সামনে থাকবে তাই নয়, সেখান থেকে নিজের ইচ্ছামতো তাকে পরিচালনাও করা যাবে।

স্মার্ট গ্লাস কোনও দিবাস্বপ্ন নয়। মেটা এবং অ্যাপেলের পক্ষ থেকে এই কাজ চলছে জোরগতিতে। তারা একসঙ্গে কোটি কোটি স্মার্ট গ্লাস তৈরির কাজে নেমেছেন। স্মার্ট গ্লাসকে প্রথম সারিতে নিয়ে আসার জন্য তারা দিনরাত এক করে কাজ করছেন। হিসাব একেবারে স্পষ্ট। চোখের পলক ফেলামাত্র যেন সমস্ত কাজ ডিজিটালি করা যায়। সেখান থেকে সুরক্ষিত থাকবে আপনার যাবতীয় তথ্য।

জুকারবার্গ জানিয়েছেন, স্মার্ট গ্লাস একটাই হাল্কা হবে যে একে প্রতিটি মানুষ সারাদিন নিজের চোখে পড়ে থাকলেও কোনও সমস্যা হবে না। সেখানে পকেট থেকে মোবাইল বের করতে হবে না। মোবাইলের সমস্ত কাজই সেরে ফেলবে স্মার্ট গ্লাস। তার সঙ্গে যুক্ত থাকবে কানের হেডফোন। যদি ফোন আসে তাহলে আপনি নিজের চোখেই সেই নম্বরটি দেখতে পারবেন। সেইমতো স্মার্ট গ্লাসে ক্লিক করলেই সোজা কথা বলতে পারবেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে