আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে সেনা আবাসন তৈরির বরাদ্দ এক ঠিকাদার সংস্থাকে পাইয়ে দেয়ার অভিযোগ উঠেছে দেশটির সাবেক সেনাপ্রধান জেনারেল আশফাক পারভেজ কিয়ানির বিরুদ্ধে।
বড় মাপের দুর্নীতির অভিযোগ এনেছেন পাকিস্তানের ডিফেন্স হাউসিং অথরিটি-র সঙ্গে যুক্ত সাবেক লেফটেন্যান্ট কর্নেল তারিক কামাল।
বিষয়টি তিনি দেশের জাতীয় দুর্নীতি দমন দপ্তরের নজরে এনেছেন। আবেদন করেছেন, ওই আবাসন তৈরির কাজ দেয়ার সময় কোনো অনিয়ম হয়েছিল কিনা, সেনাপ্রধান কিয়ানির নাম করে প্রভাব খাটানো হয়েছিল কিনা তা খোঁজ নিয়ে দেখতে।
২৫ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম