বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:০১:৩৮

প্রয়োজনে আমরা আক্রমণাত্মকও হতে পারি: ভারতের সেনাপ্রধান

প্রয়োজনে আমরা আক্রমণাত্মকও হতে পারি: ভারতের সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক : প্রতিবেশী দেশগুলোর সঙ্গে নানা কারণে সম্পর্ক খুব বেশি ভালো যাচ্ছে না ভারতের। অনেক বিশ্লেষকের মতে, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বেশ চাপেই আছে নয়াদিল্লি। বিশেষ করে, কাশ্মীর ইস্যুতে সম্প্রতি পাকিস্তানের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে ভারতের।

বার্তা সংস্থা এএনআই-কে দেয়া একান্ত সাক্ষাৎকারে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, পাকিস্তান আমাদের উসকানি দিলে তার জবাব দেয়ার জন্য ভারত এখন যথেষ্ট আক্রমণাত্মক।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০১৪ সাল থেকে যা ঘটেছে, ‘আপনি যদি দেখেন যে উভয় পক্ষই (ভারত ও পাকিস্তান) বুঝতে পেরেছে যে আমরা নিজেদের স্বার্থ নিয়ে থাকতে চাই। ভারত খুব স্পষ্টভাবে বলেছে, আমরা আমাদের যোগাযোগের ক্ষেত্রে দৃঢ় থাকব। প্রয়োজনে আমরা আক্রমণাত্মকও হতে পারি। কিন্তু যদি আমাদের জোর করা হয়, তবে আমরা যথেষ্ট আক্রমণাত্মক হবো।’ 

জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আরও বলেন,  স্থানীয় সন্ত্রাসীর সংখ্যা হ্রাস পেয়েছে। নিয়োগের সংখ্যাও অনেক কমে গেছে। কেন? কারণ ২০১৯ সালের আগস্ট থেকে, ভারত সম্পূর্ণ জে-কে এর জন্য তার অভিপ্রায় খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং এতে কোনো আপস নেই।

কাশ্মীর নিয়ে পাকিস্তানের মানসিকতার কথা বলতে গিয়ে ভারতের সেনাপ্রধান বলেন, ‘তারা নিজেদের জগতে আটকে আছে।’ 

জেনারেল দ্বিবেদী পাকিস্তানকে কটাক্ষ করে বলেন,  পাকিস্তান সেনাবাহিনী কিছু মন্তব্য করেছে (কাশ্মীর ইস্যুতে) এবং এখন তাদের কাছে কোনো উপায় নেই বলে বিষয়টিকে টেনে নিচ্ছে।
 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে