আন্তর্জাতিক ডেস্ক : স্থানীয় সময় বৃহস্পতিবার এক সম্মেলনে অংশ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভারতের নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য তহবিল বরাদ্দ দিয়েছিল জো বাইডেন প্রশাসন। এই অর্থায়ন নিয়ে ট্রাম্প বলছেন, ভারতে অন্য কাউকে ভোটে জেতাতে এই অর্থায়ন করেছিল জো বাইডেন প্রশাসন।
ট্রাম্প বলেন, ভারতে ভোটের হার বৃদ্ধির জন্য আমাদের কেন ২১ মিলিয়ন ডলার খরচ করতে হবে? আমার মনে হয় ওরা অন্য কাউকে ভোটে জেতাতে চাইছিল। আমাদের এই বিষয়টি ভারত সরকারকে জানাতে হবে। এটা বের করতে পারা আমাদের জন্য বড় অর্জন। রাশিয়া আমাদের দেশের নির্বাচনের সময় ২০০০ ডলার খরচ করেছিল বিজ্ঞাপনে। সেটাই তো কত বড় ইস্যু হয়ে গিয়েছল। আর এটা তো ২১ মিলিয়ন ডলার!’
বিজেপির অভিযোগ ছিল, বাইডেন আমলে মার্কিন সরকার ভারতকে অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত ছিল। যদিও সেই সময় মার্কিন দূতাবাস বিজেপির এই দাবির বিরোধিতা করেছিল।
ট্রাম্পের এ কথার পর প্রশ্ন দেখা দিয়েছে, মোদী নয় কাকে জিতাতে নির্বাচনে অর্থ দিয়েছিলেন বাইডেন প্রশাসন। সূত্র: এনডিটিভি