বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:১৭:১৯

দক্ষিণ চীন সাগর দখল নিচ্ছে আমেরিকা

দক্ষিণ চীন সাগর দখল নিচ্ছে আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ চীন সাগরে নৌ-বাহিনীর টহল আরো জোরদার করার পরিকল্পনা নিল আমেরিকা। যদিও ওই সাগরে মার্কিন তৎপরতাকে উস্কানি হিসেবে উল্লেখ করে চীন যখন কঠোর সমালোচনা করছে তখন এই পরিকল্পনা ঘোষণা করল আমেরিকা। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মার্কিন সেনা কমান্ডার অ্যাডমিরাল হেরি হ্যারিস এই পরিকল্পনা ঘোষণা করেন। তিনি বলেন, 'নৌ চলাচলের স্বাধীনতা বজায় রাখার' লক্ষ্যে টহল তৎপরতা জোরদার করা হবে'।

ওয়াশিংটনে মার্কিন আইন প্রণেতাদের উদ্দেশে তিনি বলেন, ভবিষ্যতে আমেরিকার নৌ-টহল আরো জোরদার করা হবে। আন্তর্জাতিক আইনের আওতায় ওই সাগরে বিমান ওড়ানো এবং নৌজাহাজ পাঠানো হবে বলে ঘোষণা করে তিনি দাবি করেন, এ আইনে আরো যে সব সুবিধা দেয়া আছে তার সবই ভোগ করবে আমেরিকা।

দক্ষিণ চীন সাগরের বিতর্কিত এলাকাগুলোকে নিজের দেশের অন্তর্ভুক্ত বলে দাবি করছে চীন। পাশাপাশি একই ধরনের দাবি করছে ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া, ব্রুনাই এবং তাইওয়ান। বিরোধপূর্ণ এসব এলাকা হলো স্পার্টলি, পারাসেল, প্রাসাটাস এবং স্কেয়ারবোরো দ্বীপপুঞ্জ। আমেরিকা এরইমধ্যে আঞ্চলিক এই বিরোধে জড়িয়ে পড়েছে এবং চীনের বিরুদ্ধে ফিলিপাইন, জাপান ও তাইওয়ানের মতো মিত্রদেশগুলোর পক্ষ নিয়েছে। এ ছাড়া, কয়েক দফা মার্কিন গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার ওই এলাকা দিয়ে চলাচল করেছে।
২৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে