শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:৫৩:১৬

বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন, স্কুল-কলেজ বন্ধ ঘোষণা

বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন, স্কুল-কলেজ বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক : টানা তিনদিন ধরে চলছে তীব্র তুষারঝড়। সাদা বরফে ঢেকে গেছে ইস্তাম্বুল ও সুলতানগাজিসহ বেশ কয়েকটি শহর। এতে রাস্তাঘাট যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে। ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। সতর্কতা জারি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তুরস্কে এখন শীতকাল। তুর্কি সংবাদমাধ্যম হুরিয়াত ডেইলির প্রতিবেদন মতে, গত বুধবার (১৯ ফেব্রুয়ারি) দেশটিতে তুষারঝড় শুরু হয়। যা এখনও অব্যাহত রয়েছে। এতে তুরস্ক কার্যত তুষারের ঘন চাদরে চাপা পড়েছে। ফলে বেশ কয়েকটি শহরের জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে।

তুষারে সাদা হয়ে গছে ইস্তাম্বুলের পুরো অঞ্চল। গাছপালা থেকে শুরু করে বাড়িঘর, রাস্তাঘাট সবই যেন গ্রাস করেছে শুভ্র বরফ। ব্যাহত হচ্ছে যান চলাচল।

শহরটিতে আবহাওয়ার এমন নাজেহাল পরিস্থিতির জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। জারি করা হয়েছে সতর্কতা। তুষারপাতের কারণে বিলম্বিত করা হয়েছে ইস্তাম্বুল বিমানবন্দরের বেশ কিছু ফ্লাইট। দেয়া হয়েছে ভ্রমণ সীমিত করার পরামর্শ।

ইস্তাম্বুলের পাশাপাশি সুলতানগাজি, কুচুকচেকমাজে ও বাসাকশেহির এলাকায় তুষারপাতের ব্যাপক প্রকোপ দেখা গেছে। এছাড়া বাগজিলার, এসেনলার, কাঘিতানে, বেইওলু এবং বেসিকতাসসহ বেশ কিছু অঞ্চল ঢেকে গেছে সাদা তুষারে।

এমন অবস্থায় সতর্কতার সঙ্গে গাড়ি চালানো এবং পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে সপ্তাহব্যাপী তুষারঝড় অব্যাহত থাকার কথা জানিয়েছে দেশটির আবহাওয়া কর্তৃপক্ষ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে