শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:৩৮:১৫

বড় সুখবর ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য

বড় সুখবর ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য

আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে ব্যবহারকারীদের জন্য সুখবর নিয়ে এসেছে ইনস্টাগ্রাম! সামাজিক যোগাযোগমাধ্যমের এই প্ল্যাটফর্মটি নিয়মিতই নতুন নতুন ফিচার এবং আপডেট নিয়ে আসছে। ইনস্টাগ্রামের এই পরিবর্তনগুলো শুধুমাত্র ব্যবহারকারীদের সুবিধা নয়, বরং সৃষ্টিশীলতাকেও উৎসাহিত করবে। 

ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের কথা ভেবে নতুন নতুন আকর্ষণীয় ফিচার নিয়ে হাজির হয়েছে অ্যাপটি। এবার ডিএম বা ডিরেক্ট মেসেজে একাধিক পরিবর্তন আনল সংস্থাটি। এর ফলে চ্যাটিং আরও আকর্ষণীয় হয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে। আসুন জেনে নিই ইনস্টাগ্রামের নতুন আপডেট।

মেসেজ ট্রান্সলেশন
ধরুন, অপরিচিত কারো সঙ্গে কথা বলছেন। সেখানে ভাষা একটা সমস্যা হয়ে দাঁড়াতেই পারে। এই সমস্যার সমাধান নিয়ে হাজির ইনস্টা। এবার নিমেষেই ট্রান্সলেট করতে পারবেন যেকোনো মেসেজ।

যে চ্যাটটি ট্রান্সলেট করতে চান, সেটিতে ট্যাপ করলে মিলবে ট্রান্সলেট অপশন। তাতে ক্লিক করলে স্ক্রিনে ভেসে উঠবে ট্রান্সলেটেড মেসেজ।

মিউজিক স্টিকার
এবার ইনস্টাগ্রাম চ্যাটে পাঠাতে পারবেন মিউজিক স্টিকার। কোন স্টিকারের সঙ্গে কোন গান জুড়বেন সেটা একেবারেই ব্যবহারকারীর সিদ্ধান্ত। পাঠানোর আগে দেখতে পাবেন প্রিভিউও।

শিডিউল মেসেজ
ধরুন, রাতে কাউকে মেসেজ করার কথা। কিন্তু কাজের চাপে ভুলে যাওয়াটাই স্বাভাবিক। এখন আর ভাবতে হবে না এই নিয়ে। এবার থেকে ইনস্টাগ্রামে মেসেজ শিডিউল করতে পারবেন আপনিও।

পিনড চ্যাট
হোয়াটস অ্যাপে বহুদিন ধরেই মেসেজ পিন করা যায়। এবার সেই সুবিধা মিলবে ইনস্টাগ্রামেও।

কিউআর কোড
গ্রুপ চ্যাটের জন্য কিউআর কোড ফিচার নিয়ে আসছে ইনস্টাগ্রাম। তার জন্য প্রথমে গ্রুপে যান। গ্রুপের নামে ট্যাপ করতে হবে তারপর। এবার ইনভাইট লিংকে ক্লিক করুন। ট্যাপ করুন কিউআর কোডে। এর পরই কোডটি শেয়ার করে গ্রুপ চ্যাটের জন্য যে কাউকে ইনভাইট করতে পারবেন আপনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে