আন্তর্জাতিক ডেস্ক : সেতুর একটি অংশ ভেঙে পড়লে চার শ্রমিক নিহত এবং বেশ কয়েকজন আহত হন। সেতুর অংশ ভেঙে পড়ার কারণ এখনো জানা যায়নি।
দক্ষিণ কোরিয়ার আনসেওং শহরের হাইওয়েতে মঙ্গলবার নির্মাণাধীন একটি এলিভেটেডওয়ের অংশ পড়ে। এ ঘটনায় এ পর্যন্ত চারজন নির্মাণশ্রমিক নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, নিহতদের মধ্যে দুইজন চীনের এবং বাকি দুইজন দক্ষিণ কোরিয়ার নাগরিক। আহতদের মধ্যেও এক চীনা নাগরিক রয়েছেন। রাজধানী সৌল থেকে ৬৫ কিলোমাটির দূরে নির্মাণাধীন এক এলিভেটেডওয়ের ৫০ মিটার উঁচু একটি বিম ভঙে পড়লে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মকর্তা কো কিয়ং-মান এক সংবাদ সম্মেলনে জানান, ব্রিজের উপরে একটি ডেক বসানোর কাজ করছিলেন শ্রমিকেরা। ১০জন লোক ডেকের উপরে কাজ করছিলেন। বিমটি ভেঙে পড়লে তারা উপর থেকে দুই পাশে পড়ে যান। দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং-মোক সংশ্লিষ্ট বিভাগগুলোকে সামর্থ্যের সবটুকু নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হওয়ার নির্দেশ দেন।
ঠিকাদারের দুঃখপ্রকাশ এই নির্মাণ প্রকল্পের প্রধান ঠিকাদার হিউন্দাই ইঞ্জিনিয়ারিং ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে, যারা নিহত ও আহত হয়েছেন, তাদের প্রতি আমরা দুঃখ প্রকাশ করে আন্তরিকভাবে মাথা নত করছি।
উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ার শ্রম মন্ত্রণালয়ের তথ্য মতে, ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে কর্মক্ষেত্রের সাথে সংশ্লিষ্ট অন্তত আট হাজার প্রাণহানির ঘটনা ঘটেছে। কর্মক্ষেত্র নিরাপদ রাখতে ২০২২ সালে আইন পাশ করা হলেও হতাহতের ঘটনা কমছে না।-ডয়চে ভেলে