শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:১২:১০

শুক্রবার সৌদির আকাশে রমজানের চাঁদ দেখার সম্ভাবনা?

শুক্রবার সৌদির আকাশে রমজানের চাঁদ দেখার সম্ভাবনা?

আন্তর্জাতিক ডেস্ক : আগামীকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রমজানের চাঁদ অনুসন্ধান করবে সৌদি আরব। দেশটির সুপ্রিম কোর্ট সব নাগরিককে চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। ওই দিন শাবান মাসের ২৯তম দিন থাকবে। রমজানের চাঁদ নিয়ে মুসলমানদের মধ্যে বাড়তি উৎসাহ, আবেগ কাজ করে। চাঁদ দেখার ওপর রমজান শুরু হবে—এটা জানার পরও অনেকে কৌতূহলবশত জানতে চান, শাবান মাসের ২৯ তারিখ (২৮ ফেব্রুয়ারি) সৌদি আরবের আকাশে কি চাঁদ দেখার সম্ভাবনা আছে? নাকি পরের দিন চাঁদ দেখা যাবে?

এসব প্রশ্নের সরল উত্তর হলো- শুক্রবার সৌদি আরবের আকাশে চাঁদ দেখার সম্ভাবনা আছে। কারণ, আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রগুলো থেকে এরকম পূর্বাভাসই দেওয়া হয়েছে। আবুধাবিভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের পরিচালক মোহাম্মদ শওকত ওদেহ বলেন, ২৮ ফেব্রুয়ারি আরব বিশ্বের কিছু জায়গায় অর্ধচন্দ্র দেখা যাবে। যদি চাঁদ দেখা যায়, তাহলে ওইদিন সন্ধ্যা থেকে রমজান মাস শুরু হবে। কিন্তু ওইদিন চাঁদ দেখা না গেলে পরের দিন ২ মার্চ থেকে পবিত্র এই মাস শুরু হবে।

এদিকে, সৌদি আরবের জ্যোতির্বিদ্যা বোর্ডের সদস্য ও রয়্যাল কোর্টের উপদেষ্টা শেখ আব্দুল্লাহ বিন সুলেইমান আল-মানেয়া জানান, জ্যোতির্বিদ্যার হিসাব-নিকাশ অনুযায়ী আগামী ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাবে। ফলে দেশটিতে ১ মার্চ শুরু হবে মহিমান্বিত মাস রমজান।

তিনি আরও জানান, এ বছরের রমজান মাসটি হবে ২৯ দিনের। সে হিসেবে রমজানের শেষদিন হবে আগামী ২৯ মার্চ। আর ঈদুল ফিতর পালিত হবে ৩০ মার্চ। তবে রমজানের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি ঘোষণা দেবে সুপ্রিম কোর্ট।

সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান জ্যোতির্বিজ্ঞানী ইব্রাহিম আল জারওয়ানের মতেও মধ্যপ্রাচ্যে আগামী ১ মার্চ পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মানে, ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় সে দেশে চাঁদ দেখার সম্ভাবনা বেশি।

রয়্যাল কোর্টের এই সদস্য বলেন, ১৪৪৬ হিজরি সনের রমজান মাসের চাঁদটির জন্ম হবে ২৮ ফেব্রুয়ারি শুক্রবার রাত ৩টা ৪৪ মিনিটে। ওইদিন সন্ধ্যায় সুর্যাস্তের ৩২ মিনিট পর্যন্ত চাঁদটি আকাশে অবস্থান করবে। যার অর্থ খুব সহজেই চাঁদটি খালি চোখে দেখা যাবে।

সাধারণত সৌদি আরবের এক দিন পর আমাদের দেশে রোজা ও ঈদ উদযাপিত হয়। সে হিসেবে বাংলাদেশে আগামী ২ মার্চ রোববার থেকে শুরু হতে পারে রমজান। তবে এটি পুরোপুরি নির্ভর করে চাঁদ দেখার ওপর। কেননা রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে ঈদ করো। কিন্তু যদি আকাশে মেঘ থাকে, তাহলে গণনায় ৩০ পূর্ণ করে নাও।’ (বুখারি: ১৯০৯; মুসলিম: ১০৮১)

ইসলামের সবচেয়ে পবিত্র মাস হিসেবে বিবেচিত রমজান। এ মাসে সারাবিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর সন্তুষ্টির জন্য সূর্যোদয়ের আগ থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের পানাহার থেকে বিরত থাকেন। এক বলা হয় সিয়াম সাধনা বা রোজা। রমজান উপলক্ষে মুসলিমরা সারাবছর প্রস্তুতি নেন। এই সময় মুসলিম দেশগুলো অফিস, স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মঘণ্টা কমিয় আনে। বিশ্বজুড়ে আনন্দ, রহমত ও আধ্যাত্মিকতার আবহ নিয়ে আসে রমজান।

রমজান মাস শেষ হলেই আসে শাওয়াল মাস। এই মাসের প্রথম দিন উদযাপিত হয় ঈদুল ফিতর। দান, জাকাত, নামাজ ও আত্মীয়দের সঙ্গে খাবার খাওয়াসহ নানা রকম আনন্দ উৎসবে ঈদুল ফিতর পালন করেন মুসলিমরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে