শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৯:৩২:১১

চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে সৌদিসহ মধ্যপ্রাচ্যে রোজা শুরু

চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে সৌদিসহ মধ্যপ্রাচ্যে রোজা শুরু

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল শনিবার (১ মার্চ) রমজানের প্রথম দিন হবে বলে ঘোষণা দিয়েছে দেশটি। একইসঙ্গে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতেও একইদিন রোজা শুরু হবে।

প্রথম দেশ হিসেবে রমজানের তারিখ ঘোষণা করে অস্ট্রেলিয়া। এরপর সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া থেকেও একই ঘোষণা আসে। যদিও ইন্দোনেশিয়ার প্রতিবেশী ব্রুনাই ও মালয়েশিয়ায় রমজানের চাঁদ দেখা যায়নি। এ কারণে এ দুটি দেশে ২ মার্চ থেকে পবিত্র রমজান শুরু হবে। ফিলিপাইনও পরবর্তীতে জানায়, তাদের এখানেও আজ রাতে চাঁদ দেখা যায়নি।

অপরদিকে আফ্রিকার দেশ তানজানিয়া, ইথিওপিয়ায় রমজানের চাঁদ দেখা যায়। এছাড়া ফ্রান্সও কাল শনিবার থেকে রমজান শুরুর ঘোষণা দিয়েছে।

সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। সে হিসেবে আগামীকাল বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যেতে পারে। চাঁদ দেখা গেলে রোববার থেকে বাংলাদেশে রোজা শুরু হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে