শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:১৫:৫০

ছবি প্রকাশ এবারের রমজানের চাঁদের

ছবি প্রকাশ এবারের রমজানের চাঁদের

আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘ এক বছরের অপেক্ষা শেষে আবারও শুরু হয়েছে পবিত্র রমজান মাস। আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিভিন্ন দেশে চাঁদের দেখা মিলেছে। বিশেষ করে আরব বিশ্বের প্রায় সব দেশেই কাশ শনিবার মহিমান্বিত এ মাস শুরু হচ্ছে।

১৪৪৬ হিজরি সনের রমজান মাসের চাঁদের ছবি তুলেছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিভিত্তিক আল-খাতিম জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষক কেন্দ্র।

সংস্থাটি মাইক্রো ব্লগিং সাইট এক্সে একেটি পোস্টে জানিয়েছে, অনুসন্ধান চালানোর সময় তারা চাঁদটির ছবি তুলতে সমর্থ হয়। পোস্টে তারা বলেছে, “আমিরাত ফতোয়া কাউন্সিলের সঙ্গে, আল-খাতিম জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষক কেন্দ্রের দ্বারা ১৪৪৬ হিজরি সনের পবিত্র রমজানের চাঁদের অনুসন্ধানের সময় চাঁদটি দেখা যায়। এটি আরব বিশ্বের রমজান মাসের অর্ধচন্দ্রের ছবি। এই ছবিটি ২৮ ফেব্রুয়ারি আবুধাবি থেকে আল-খাতিম জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষক কেন্দ্র তোলে।”

অত্যন্ত উন্নত প্রযুক্তি ব্যবহার করে চাঁদের ছবিটি তোলা হয়েছে। যা খালি চোখে দেখা অনেকটা দুস্কর। তবে সৌদি আরবসহ আমিরাতের বিভিন্ন জায়গায় খালি চোখেই এই চাঁদের দেখা মিলেছে। এরপর আনুষ্ঠানিকভাবে দেশগুলো রমজান মাস শুরুর ঘোষণা দেয়।

এদিকে এ বছর চাঁদ দেখে বিশ্বে সবার আগে রমজান শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেয় অস্ট্রেলিয়া। এরপর সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া থেকেও একই ঘোষণা আসে। যদিও ইন্দোনেশিয়ার প্রতিবেশী ব্রুনাই ও মালয়েশিয়ায় রমজানের চাঁদ দেখা যায়নি। এ কারণে এ দুটি দেশে ২ মার্চ থেকে পবিত্র রমজান শুরু হবে। এছাড়া ফিলিপাইনও পরবর্তীতে জানায়, তাদের এখানেও আজ রাতে চাঁদ দেখা যায়নি।

অপরদিকে আফ্রিকার দেশ তানজানিয়া, ইথিওপিয়ায় রমজানের চাঁদ দেখা যায়। এছাড়া ফ্রান্সও কাল শনিবার থেকে রমজান শুরুর ঘোষণা দেয়। সূত্র: গালফ নিউজ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে