আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দেখা গেছে পবিত্র রমজান মাসের চাঁদ। এসব দেশে কাল শনিবার হবে প্রথম রোজা। সৌদি ছাড়াও আরও কয়েকটি দেশে আজ চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়। তবে কিছু দেশে চাঁদ দেখা যায়নি। কিছু দেশে মিলেছে ১৪৪৬ হিজরি সনের চাঁদের দেখা।
মধ্যপ্রাচ্যের মধ্যে কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, ওমান কাল থেকে রমজান শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। এছাড়া আগামীকাল থেকে রোজা শুরু হবে ইন্দোনেশিয়া, জাপান, অস্ট্রেলিয়া, ফ্রান্স, তানজানিয়া, ইথিওপিয়াসহ আরও কয়েকটি দেশে।
আজ ছিল শাবান মাসের ২৯তম দিন। সে হিসেবে ব্রুনাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর, পাকিস্তান, শ্রীলঙ্কা ও ভারতের কিছু জায়গায় রমজানের চাঁদের সন্ধান করা হয়। কিন্তু এসব দেশে চাঁদ দেখা যায়নি। ফলে এই দেশগুলোয় আগামী রোববার থেকে পবিত্র রমজান শুরু হবে।
এদিকে কাল বাংলাদেশসহ আরও কয়েকটি দেশে রমজানের চাঁদের অনুসন্ধান করা হবে। আরব আমিরাতভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছিল, ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যসহ অনেক দেশে চাঁদ দেখা যাবে। আর ১ মার্চ পুরো বিশ্বের নতুন অর্ধচন্দ্র খালি চোখে দেখা যাবে। এতে বলা যায়, কাল বাংলাদেশের আকাশে পবিত্র এ মাসের নতুন চাঁদ উঁকি দেবে এবং এদিন রাতে দেশজুড়ে পড়া হবে তারাবির নামাজ। এরপর প্রথম সেহরি গ্রহণের মধ্যে দিয়ে শুরু হবে এক মাসের সিয়াম-সাধনা। সূত্র: গালফ নিউজ