বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:১০:২৩

পরীক্ষা হলে ছেলের অঙ্ক পরীক্ষায় বসেছিলেন বাবা!

পরীক্ষা হলে ছেলের অঙ্ক পরীক্ষায় বসেছিলেন বাবা!

আন্তর্জাতিক ডেস্ক : পরীক্ষার্থীদের অধিকাংশেরই অঙ্ক বিষয়টা নিয়ে মহা আতঙ্ক।  অঙ্ক পরীক্ষা আসলেই যেন হাত-পা ঠাণ্ডা হয়ে আসে।  গায়ে জ্বর চলে আসে।  মঙ্গলবার এমনই দেখা গেছে।

ছেলেমেয়েদের জায়গায় যেখানে পরীক্ষা হলে পরীক্ষা দিতে বসেছিলেন বাবা-মা।  জুনিয়ার পড়ুয়াদের জায়গায় সিনিয়র ক্লাসের ছেলেমেয়েরা পরীক্ষা দিয়ে যাচ্ছে।  ভারতের মথুরার একটি স্কুলে গণটোকাটুকির কমতি নেই।

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, আগরার রেহলাইয়ে এমকেটি গার্লস ইন্টার কলেজে অঙ্ক পরীক্ষার হলে বছর ত্রিশের এক ব্যক্তিকে হাতেনাতে ধরে পরীক্ষা পরিদর্শকদের একটি দল।  তিনি ছেলের জায়গায় অঙ্ক পরীক্ষা দিতে বসেছিলেন পরীক্ষা হলে।

ছেলে বিষয়টায় কাঁচা কিনা, তাই অঙ্ক পরীক্ষায় বসেছিলেন বাবা! পরিদর্শকদের সন্দেহ হয় অল্পবয়সী ছেলেদের মধ্যে বছর ত্রিশের এক পুরুষকে দেখে।  এরপর জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে আসল সত্যটা।

ভদ্রলোকের নাম রতিরাম।  তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ছেলে রামবিলাস অঙ্কে একটি কাঁচা তো, তাই ওকে সাহায্য করতেই আমার পরীক্ষায় বসা।  

এরপরই পরীক্ষায় জালিয়াতি করার অভিযোগে বাবা ও ছেলের নামে এফআইআর দায়ের করার জন্য স্কুলকে নির্দেশ দেন ডিআইওএস (ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল)।  

শুধু এই নয়, আরো একটি ঘটনা সামনে আসে।  একটি স্কুলে দুটো আলাদা ক্লাসরুম থেকে ২ সিনিয়র ছাত্রকে জুনিয়র ছাত্রের জায়গায় পরীক্ষা দিতে গেলে হাতেনাতে ধরা হয়।  

ব্রিজেশ ও হরি নামের ওই দুই ছাত্রের বিরুদ্ধে পরীক্ষায় জালিয়াতি করার জন্য ভারতীয় দণ্ডবিধির ৪১৬ ও ৪১৯ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে। তবে এসব ঘটনাকে ছাপিয়ে গেছে মথুরার মনকামেশ্বর বিদ্যালয়।

পরীক্ষার সময় প্রকাশ্যে গণটোকাটুকি করতে দেখা যায় পরীক্ষার্থীদের।  স্কুল কর্তৃপক্ষ পরীক্ষার জন্য প্রস্তুত ছিল না নাকি ইচ্ছাকৃতভাবেই গণটোকাটুকির অনুমতি দিয়েছিল তা এখনো জেলা প্রশাসকের কাছে স্পষ্ট নয়।  

এ কারণে মঙ্গলবারের পরীক্ষা বাতিল করা এবং পরীক্ষার স্থান বদলের প্রস্তাব রাখা হয়েছে।
২৫ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম
 

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে