আন্তর্জাতিক ডেস্ক : রোজার সঙ্গে ওতোপ্রোতো ভাবে জড়িত সূর্যোদয় এবং সূর্যাস্ত। স্ক্যান্ডিনেভিয়া তথা উত্তর ইউরোপের তিন দেশের মধ্যে দুই দেশ নরওয়ে ও সুইডেনে ভৌগোলিক অবস্থানের কারণে রোজা দীর্ঘ হয়।
এসব দেশে ২০-২২ ঘণ্টাও রোজা রাখতে হয়। তবে, চলতি বছর পবিত্র রমজান মাসে গ্রিনল্যান্ডের মুসলিমরা সবচেয়ে বেশি সময় ধরে রোজা রাখছেন।
অবিশ্বাস্য হলেও এটাই সত্যি যে, দেশটির মুসলমানরা এ বছর ১৯ ঘণ্টা ৫৭ মিনিট অর্থাৎ, প্রায় ২০ ঘণ্টা রোজা রাখছেন। ২৪ ঘন্টায় মাত্র চার ঘন্টা পানাহার করবেন তারা। খবর আলজাজিরার।
গ্রিনল্যান্ডের পর বিশ্বে দ্বিতীয় দীর্ঘতম সময় ধরে রোজা রাখবেন আইসল্যান্ডের মুসলমানরা। তারা রোজা থাকবেন ১৯ ঘণ্টা ৫৬ মিনিট। এর পরের অবস্থানে রয়েছে ফিনল্যান্ড (১৯ ঘণ্টা ৯ মিনিট), সুইডেন (১৮ ঘণ্টা ৫৮ মিনিট) ও স্কটল্যান্ড (১৮ ঘণ্টা ৩৬ মিনিট)।
পবিত্র রমজান মাসে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের পানাহার থেকে বিরত থাকেন বিশ্বের সব মুসল্লি। ইসলামের সূতিকাগার সৌদি আরবে চলছে তৃতীয় রমজান।
অপরদিকে বাংলাদেশের মানুষ আজ সোমবার (৩ মার্চ) প্রথম রোজা রাখছেন। বাংলাদেশে রোজা প্রায় ১৩ ঘণ্টা দীর্ঘ হচ্ছে। যার অর্থ একটি দিনের প্রায় অর্ধেক সময়ই আল্লাহর নির্দেশ অনুযায়ী, আহার গ্রহণ থেকে বিরত থাকছেন এখানকার মানুষ।
বিশ্বের বিভিন্ন জায়গায় দিন ও রাতের সময়ের মধ্যে পার্থক্য থাকে। আবার কোথাও কোথাও সূর্য কখনো উদয় হয় না। তাই বিশ্বের মুসল্লিরা ভিন্ন ভিন্ন সময় রোজা রাখেন।
পৃথিবী এমন কিছু দেশও আছে, যেখানে সূর্যোদয় হয় না। সেসব দেশের মানুষকে মক্কার সূর্যোদয় ও সূর্যাস্তের সময়ের সঙ্গে মিল রেখে রোজা রাখতে হয়।