মঙ্গলবার, ০৪ মার্চ, ২০২৫, ১২:১৭:১০

অত্যাধুনিক যুদ্ধ ট্যাংক নিয়ে সীমান্তে ভারতীয় সেনাদের মহড়া

অত্যাধুনিক যুদ্ধ ট্যাংক নিয়ে সীমান্তে ভারতীয় সেনাদের মহড়া

আন্তর্জাতিক ডেস্ক : অত্যাধুনিক টি-৯০ যুদ্ধ ট্যাংকের মহড়া দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। সীমান্ত সংলগ্ন এলাকায় ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পস টি-৯০ ট্যাংকের মাসব্যাপী লাইভ ফায়ারিং মহড়া পরিচালনা করা হয়েছে।

দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তির বরাতে বার্তাসংস্থা এএনআই জানায়, সিকিম এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর রক্ষার দায়িত্বে থাকা ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পস টি-৯০ ট্যাংকের সঙ্গে মর্টার, ফায়ার আর্মসসহ মাসব্যাপী লাইভ-ফায়ারিং মহড়া সফলভাবে পরিচালনা করে ভারতীয় সেনারা।

আরও জানানো হয়, যুদ্ধ প্রস্তুতি বৃদ্ধি করা এবং বিভিন্ন অপারেশনাল পরিস্থিতিতে সাঁজোয়া যুদ্ধ কৌশল যাচাই করাই এই মহড়ার লক্ষ্য ছিল। ভারতীয় সেনাবাহিনীর অস্ত্রাগারের সবচেয়ে আধুনিক প্রধান যুদ্ধ ট্যাঙ্কগুলির মধ্যে একটি টি-৯০ ট্যাংক।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে