বুধবার, ০৫ মার্চ, ২০২৫, ০২:৪৮:২৪

১৩ বছরের কিশোরকে সিক্রেট সার্ভিসে নিয়োগ দিলেন ট্রাম্প, পিছনের কাহিনী করুণ

১৩ বছরের কিশোরকে সিক্রেট সার্ভিসে নিয়োগ দিলেন ট্রাম্প, পিছনের কাহিনী করুণ

আন্তর্জাতিক ডেস্ক : মাত্র ১৩ বছর বয়সি ডিজে ড্যানিয়েলকে সিক্রেট সার্ভিস এজেন্ট হিসেবে নিয়োগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে ডিজের পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন পূরণ করলেন তিনি।

মার্কিন কংগ্রেসে ট্রাম্প যখন এ ঘোষণা দেন তখন হাউস করতালিতে আর ‘ডিজে’, ‘ডিজে’ ধ্বনিতে মুখর হয়ে উঠে। 

ডিজে ড্যানিয়েলের গল্প বিশদভাবে বর্ণনা করে ট্রাম্প বলেন, ‘ড্যানিয়েলের মস্তিষ্কের ক্যান্সার ধরা পড়েছে। সে আর মাত্র পাঁচ মাস বাঁচবে। ’

দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর মার্কিন কংগ্রেসে প্রথম বক্তৃতায় ট্রাম্প বলেন, ‘আজ রাতে, ডিজে, আমরা তোমাকে সবচেয়ে বড় সম্মান জানাবো। আমি আমাদের নতুন সিক্রেট সার্ভিস ডিরেক্টর শন কুরানকে তোমাকে আনুষ্ঠানিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের এজেন্ট হিসেবে নিয়োগ কার জন্য অনুরোধ করেছি। ’

ট্রাম্প আরও বলেন, সে (ডিজে) সব সময় পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন দেখেছে। 

পরে ট্রাম্প হাইস্কুলের সিনিয়র জেসন হার্টলিকে বলেন, ‘তোমার আবেদন গৃহীত হয়েছে। ’ তার (জেসন) ‘সবচেয়ে বড় স্বপ্ন’ হলো মার্কিন সামরিক একাডেমি ওয়েস্ট পয়েন্টে যোগ দেওয়া। 

তিনি বলেন, ‘হার্টলি ক্যাডেট কর্পসে যোগ দেবে। সে সব সময় তার বাবার  উত্তরাধিকার বহন করতে চেয়েছিলেন। ’

পরে ডিজের হার্টলিকে হাই ফাইভ দিতে দেখা গেছে।

ভাষণে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ‘আমেরিকা ফিরে এসেছে। ’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে