বৃহস্পতিবার, ০৬ মার্চ, ২০২৫, ০১:২০:০৩

লন্ডনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের ওপর হামলা

লন্ডনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের ওপর হামলা

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের লন্ডনে স্বাধীনতাকামী গোষ্ঠী খালিস্তানিদের হামলার শিকার হয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। 

বৃহস্পতিবার লন্ডনে চ্যাথাম হাউস থিংক ট্যাংকের একটি অনুষ্ঠান শেষে ফেরার পথে এই হামলার ঘটনা ঘটে। এ সময় জয়শঙ্করের গাড়িতে বহন করা ভারতীয় জাতীয় পতাকা ছিঁড়ে ফেলেন ক্ষুব্ধ খালিস্তানিরা। খবর হিন্দুস্থান টাইমস।

এদিকে জয়শঙ্করের ওপর ভারতের স্বাধীনতাকামীদের হামলার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি জয়শঙ্ককরের গাড়ির দিকে ছুটে গিয়ে ভারতীয় জাতীয় পতাকা ছিঁড়ে ফেলছেন। ঘটনাস্থলে লন্ডনের পুলিশ ছিল। তবে সেই হামলাকারী ব্যক্তিকে সরাতে কিছুই করতে দেখা যায়নি তাদেরকে। 

ভিডিওতে আরও দেখা যায়, কয়েকজন খালিস্তান সমর্থক হলুদ পতাকা নিয়ে বিক্ষোভ করছেন।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বছরের পর বছর ধরে অস্ট্রেলিয়া, কানাডা এবং যুক্তরাজ্যের মতো দেশগুলোকে স্বাধীনতাকামী খালিস্তানি বসবাস করছেন। ভারতের প্রধানমন্ত্রী মোদি ব্যক্তিগতভাবে এই বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে আলোচনা করলেও তেমন একটা সাড়া পাননি। 

এর আগে লন্ডনে ভারতীয় হাইকমিশনে হামলা করা হয়েছিল। কানাডাতেও ভারতীয় হাইকমিশনের বাইরে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা গেছে খালিস্তানিদের।  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে