বৃহস্পতিবার, ০৬ মার্চ, ২০২৫, ০৩:৪৬:২১

যুদ্ধের জন্য প্রস্তুত চীন

যুদ্ধের জন্য প্রস্তুত চীন

আন্তর্জাতিক ডেস্ক : চীনের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়া হয়েছে। চীনের দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, তারা যে কোনো ধরনের যুদ্ধ মোকাবিলায় প্রস্তুত, তা হতে পারে বাণিজ্য যুদ্ধ বা শুল্ক যুদ্ধও ।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যের উপর নতুন শুল্ক আরোপ করেছেন। চীন এর পাল্টা হিসেবে যুক্তরাষ্ট্রের কৃষি পণ্যের ওপর ১০-১৫% শুল্ক বাড়িয়েছে।

এদিকে চীন বিবৃতিতে জানায়, তারা যে কোনো ধরনের যুদ্ধ, যেমন শুল্ক যুদ্ধ বা বাণিজ্য যুদ্ধ মোকাবিলা করতে প্রস্তুত। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বেইজিংয়ে অনুষ্ঠিত ন্যাশনাল পিপলস কংগ্রেসের সময় আরও তীব্র হয়েছে। 

চীন তার প্রতিরক্ষা খাতে ৭.২% ব্যয় বাড়ানোর ঘোষণা দিয়েছে। চীন দাবি করছে, তাদের দেশের শান্তিপূর্ণ ও স্থিতিশীল অবস্থান বজায় রাখতে, তারা যেকোন পরিস্থিতির জন্য প্রস্তুত। তথ্যসূত্র: সিএনএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে