আন্তর্জাতিক ডেস্ক : কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আর নির্বাচনে অংশ নেবেন না বলে ঘোষণা দিয়েছেন। শুক্রবার মন্ট্রিয়লে আয়োজিত এক বিদায়ী অনুষ্ঠানে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
ট্রুডো দীর্ঘদিন ধরে মন্ট্রিয়লের পাপিন্যু নির্বাচনী এলাকার সংসদ সদস্য ছিলেন। প্রথমবার লিবারেল পার্টির মনোনয়ন পেতে তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছিল। তিনবারের এমপি হিসেবে তিনি আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী এলাকার লিবারেল সদস্যদের কাছ থেকে বিদায় নেন। এ সময় উপস্থিত সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন।
একজন জনপ্রিয় ও দক্ষ রাজনীতিক হিসেবে জাস্টিন ট্রুডো কানাডার জনগণের ভালোবাসা অর্জন করেছিলেন। বিশেষ করে ক-রো-না পরবর্তী সময়ে দেশের অর্থনীতি পুনর্গঠনে তার ভূমিকা প্রশংসিত হয়েছে।
বিদায়ী অনুষ্ঠানে ট্রুডো বলেন, তার পরিবারের তিন প্রজন্ম সংসদে প্রতিনিধিত্ব করেছে। তার বাবা পিয়ের ট্রুডোও কানাডার প্রধানমন্ত্রী ছিলেন।
তার এই সিদ্ধান্তে অনেকেই অনুভূতি প্রকাশ করে বলেছেন, কানাডার নাগরিকরা কৃতজ্ঞতার সঙ্গে তার অবদান স্মরণ করবে।