শনিবার, ০৮ মার্চ, ২০২৫, ০৭:৫১:০৯

বন্দুকযুদ্ধ, ২৯ সেনা-পুলিশ জিম্মি

বন্দুকযুদ্ধ, ২৯ সেনা-পুলিশ জিম্মি

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার কো''কা উৎপাদনকারী গুরুত্বপূর্ণ অঞ্চলে দেশটির ২৯ জন সেনা ও পুলিশকে জিম্মি করেছে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী। খবর স্থানীয় কর্মকর্তাদের বরাতে এ খবর জানিয়েছে এএফপি।

প্রতিবেদন মতে, শুক্রবার (৭ মার্চ) সরকার এক বিবৃতিতে জানায়, দক্ষিণ-পশ্চিমের কো''কা অঞ্চলে এক বন্দুকযুদ্ধের সময় এসব সেনা ও পুলিশকে অপহরণ করা হয়। 

কর্তৃপক্ষ এ ঘটনার জন্য অধুনালুপ্ত সশস্ত্র গোষ্ঠী রেভল্যুশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া তথা ফার্ক গেরিলা বাহিনীর উত্তরসূরি একটি গোষ্ঠীকে দায়ী করেছে।

কর্মকর্তারা জানিয়েছেন, সেনা ও পুলিশের একটি দল কোকা অঞ্চলের দুটি পৌরসভায় রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছিল। এ সময় সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা এবং জনসাধারণ মিলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এ ঘটনার বেশ কিছু ছবি প্রকাশ করেছে সরকার।

 তাতে দেখা যাচ্ছে, হামলাকারীরা একটি নিরাপত্তা বাহিনীর একটি সাঁজোয়া যানের দিকে পাথর ছুঁড়ছে। বিপরীতে দাঙ্গা পুলিশ স্মোক গ্রে'নেড বিস্ফোরণ ঘটাচ্ছে।

এ ঘটনায় দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো সেন্ট্রাল জেনারেল স্টাফ (ইএসসি) নামে একটি গোষ্ঠীকে দোষারোপ করেন। তিনি গোষ্ঠীটির বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর ওপর আক্রমণ করার জন্য ‘বেসামরিক জনগণকে ব্যবহার’ করার অভিযোগ করেন।

স্থানীয় অধিবাসীরা এক বিবৃতিতে বলেছে, তারা সশস্ত্র বাহিনীর আক্রমণের সময় ‘আত্মরক্ষার’ জন্য চেষ্টা করে। কারণ সেনারা তাদের ওপর মেশিনগান ও তাজা গুলি ব্যবহার করেছিল।

ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, সরকার ওই অঞ্চলে ৮ হাজার হেক্টর (প্রায় ২০ হাজার একর) কো''কা''ক্ষেত ধ্বংস করার চেষ্টা করছে। সরকারের এই পদক্ষেপের প্রতি ক্ষোভ প্রকাশ করেছে তারা।

বিবৃতিতে ২৯ জন নিরাপত্তা কর্মীর পরিবর্তে ২৮ জনকে জিম্মি করার কথা বলা হয়েছে। সেই সঙ্গে দাবি করা হয়েছে, তাদের ওপর যাতে নতুন করে আক্রমণ না হয় তার নিশ্চয়তা হিসেবে তাদের জিম্মি করা হয়।  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে