আন্তর্জাতিক ডেস্ক : অ্যাপল সম্প্রতি iPhone 16 সিরিজের স্বল্পমূল্যের iPhone 16e উন্মোচন করেছে, কিন্তু এর পরেও iPhone 17 সিরিজের ব্যাপারে অ্যাপলপ্রেমীদের আগ্রহ কমেনি। iPhone 17 সিরিজের নতুন খবরগুলো এখনো নিয়মিত ফাঁস হচ্ছে, তবে কতোটা সত্য, তা জানার জন্য iPhone 17 বাজারে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এইবার ফাঁস হয়েছে iPhone 17 Pro Max-এর ব্যাটারি সম্পর্কিত চমকপ্রদ তথ্য। চীনা প্রযুক্তি সূত্র আইস ইউনিভার্স দাবি করছে, iPhone 17 Pro Max-এর পুরুত্ব 16 সিরিজের Pro Max-এর তুলনায় বেশ কিছুটা বৃদ্ধি পাবে।
iPhone 16 Pro Max-এর পুরুত্ব ছিল ৮.২৫ মিলিমিটার, যেখানে 17 Pro Max-এর পুরুত্ব হতে পারে ৮.৭২৫ মিলিমিটার। এই পরিবর্তন হয়তো অ্যাপল ডিভাইসের ব্যাটারি ক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে করতে যাচ্ছে। এর ফলে, 17 Pro Max-এ আরও দীর্ঘমেয়াদী ব্যাটারি ব্যাকআপের সম্ভাবনা রয়েছে।
iPhone 16 Pro Max-এ ৪,৬৮৫ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা 15 Pro Max-এর চেয়ে ২৪০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার বেশি। তাই iPhone 17 Pro Max-এও কি ব্যাটারি ক্ষমতা বাড়ানো হবে, তা নিয়ে জল্পনা রয়েছে। তবে, এই বিষয়ে অ্যাপলের পক্ষ থেকে এখনও কিছুই জানানো হয়নি।
আইস ইউনিভার্স জানিয়েছে, iPhone 17 সিরিজের Pro Max-এর আকার 16 সিরিজের Pro Max-এর মতোই থাকবে। তবে, এই মডেলগুলির বাহ্যিক ডিজাইনে বড় কোনো পরিবর্তন আসবে না। ক্যামেরার অবস্থান ও বাম্পও থাকবে পূর্বের মতোই।
iPhone 17 সিরিজের Pro ও Pro Max মডেলে আলুমিনিয়ামের ফ্রেম ব্যবহৃত হতে পারে, আর ব্যাক প্যানেলে আংশিক আলুমিনিয়াম ও আংশিক গ্লাস ডিজাইন আসতে পারে। iPhone 15 ও 16 সিরিজে টাইটানিয়ামের ফ্রেম ব্যবহার করা হয়েছিল।
iPhone 17 সিরিজের কিছু নতুন মডেল যেমন iPhone 17 Air-এর খবরও এসেছে, যদিও অ্যাপল এই মডেল সম্পর্কে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবে আইস ইউনিভার্সের দাবি, Pro Max ও Air মডেলের আকার একই হতে পারে।
iPhone 17 সিরিজের ব্যাপারে নানা সূত্র থেকে আসা তথ্যগুলো সম্পূর্ণ নিশ্চিত হওয়া না পর্যন্ত সম্ভাবনার আওতায় রাখা উচিত।