আন্তর্জাতিক ডেস্ক : যাত্রীবাহী ট্রেনে হামলা ও ছিনতাইয়ের ঘটনার রেশ কাটতে না কাটতেই পাকিস্তানে আবারও সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। এবার হামলা চালানো হলো থানায়।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার (১৪ মার্চ) রাতভর পার্বত্য অঞ্চল খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু ও লাক্কি মারওয়াত জেলায় চারটি থানায় হামলা চালানো হয়। তবে এসব হামলা প্রতিরোধ করা হয় এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
২০২২ সালের নভেম্বরে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) পাকিস্তান সরকারের সাথে যুদ্ধবিরতির ইতি টানার পর গত এক বছরে পাকিস্তানে, বিশেষ করে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে।
গত মঙ্গলবার (১১ মার্চ) জাফর এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ হামলার ঘটনা ঘটে। বেলুচিস্তান প্রদেশের পার্বত্য এলাকা বোলান পাসের পাথুরে সুড়ঙ্গ অতিক্রমকালে ট্রেনটিকে নিশানা করা হয়। রেললাইন উড়িয়ে দিয়ে ট্রেনের ৪৪০ জন যাত্রীকে জিম্মি করা হয়।
পাঁচদিনের মাথায় আবারও সন্ত্রাসী হামলার ঘটনা। পুলিশের জারি করা সরকারি বিবৃতি অনুসারে, সন্ত্রাসীরা গত রাতে লাক্কি মারওয়াত জেলায় দুটি পুলিশ স্টেশন লক্ষ্য করে হামলা চালায় এবং রাস্তার পাশে বিস্ফোরণে দুই পুলিশ সদস্য আহত হয়।
অন্যদিকে বান্নু জেলায় আরও দুটি পুলিশ স্টেশন এবং একটি চেকপোস্টে হামলা চালানো হয়। নিষিদ্ধ ঘোষিত টিটিপি পৃথক বিবৃতিতে এসব হামলার দায় স্বীকার করেছে।
লাক্কি মারওয়াত পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার রাতে সন্ত্রাসীরা দাদিওয়ালা ও পেজো থানায় আক্রমণ করে। তবে পুলিশের সময়োপযোগী পদক্ষেপের কারণে উভয় আক্রমণই প্রতিহত করা হয়েছিল। উভয় হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বিবৃতিতে আরও বলা হয়েছে, লাক্কি মারওয়াতের ল্যান্ডিওয়াহ রোডে একটি পুলিশের গাড়ি লক্ষ্য করে ছোড়া বোমা বিস্ফোরণের ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন এবং একজন আক্রমণকারী নিহত হয়েছেন।